অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ২৩°৫২′০১″ উত্তর ৯০°২২′৩৮″ পূর্ব / ২৩.৮৬৭০১৯° উত্তর ৯০.৩৭৭২৮৩° পূর্ব / 23.867019; 90.377283
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস ভবনের সামনের দিক
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৪
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যজাহাঙ্গীর আলম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৪৩
ঠিকানা
প্লট-২০৯, সেক্টর-১৫, খানটেক, উত্তরা
, ,
২৩°৫২′০১″ উত্তর ৯০°২২′৩৮″ পূর্ব / ২৩.৮৬৭০১৯° উত্তর ৯০.৩৭৭২৮৩° পূর্ব / 23.867019; 90.377283
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামএডাস্ট (ADUST)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটadust.edu.bd
মানচিত্র

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়[১] এটি ঢাকার উত্তরায় অবস্থিত। প্রাচীন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুসারে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর ১৮ আগস্ট ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।[৩] বাংলাদেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক আনোয়ারা বেগম ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।[৪]

উত্তরা, পান্থপথ, মিরপুর, পল্টনবনানীতে এর অস্থায়ী ক্যাম্পাস ছিল।[৫] ২০১৭ সালে, এডাস্ট নিজেদের নতুন স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।[৬]

১১ সেপ্টেম্বর, ২০২১-এ, পঞ্চম বিশ্ববিদ্যালয় হিসাবে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রনালয়ের কাছ থেকে স্থায়ী প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনার একটি সনদপত্র পেয়েছে।[৭][৮]

প্রশাসন[সম্পাদনা]

উপাচার্য[সম্পাদনা]

নিম্নোক্ত ব্যক্তিবর্গ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

নিয়োগপ্রাপ্ত[সম্পাদনা]

ভারপ্রাপ্ত[সম্পাদনা]

  • আবুল হোসেন শিকদার (২০১১ – ২০১৫)[১৩]
  • দিলীপ কুমার নাথ (২০১৫ – ২০১৬)[১৪]
  • নজরুল ইসলাম খান (২০১৬ – ২০১৮)[১৫]
  • রফিক উদ্দিন আহমেদ (২২ জুলাই ২০২১ – ২০ জানুয়ারি ২০২২)[১৬]

ট্রাস্টি বোর্ড[সম্পাদনা]

ট্রাস্টি বোর্ডের সদস্যরা নিম্নরূপ:[১৭]

  • মোঃ লিয়াকত আলী সিকদার
  • মোঃ মোবারক হোসেন
  • অধ্যাপক এম শাহীন খান
  • ইমতিয়াজ আহমেদ
  • সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন
  • গোলাম সারোয়ার কবির
  • মোঃ জোনায়েত আহমেদ
  • আরিফুল বারী মজুমদার
  • মোঃ কামরুজ্জামান
  • ফিরোজ মাহমুদ হোসেন
  • তানভীর ইসলাম পাটোয়ারী
  • সুলতানা পারভীন
  • সেলিনা বেগম

অনুষদসমূহ[সম্পাদনা]

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]

  • ইংরেজি ভাষা বিভাগ
  • আইন বিভাগ

ব্যবসায় প্রশাসন অনুষদ[সম্পাদনা]

  • ব্যবসায় প্রশাসন বিভাগ
  • কৃষি ব্যবসা বিভাগ

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ[সম্পাদনা]

  • কম্পিউটার বিজ্ঞান বিভাগ
  • কম্পিউটার প্রকৌশল বিভাগ
  • ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ (ইটিই)
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
  • টেক্সটাইল প্রকৌশল বিভাগ
  • ফার্মাসি বিভাগ

টেক্সটাইল অনুষদ[সম্পাদনা]

টেক্সটাইল প্রকৌশল বিভাগের ল্যাবরেটরি

  • সুতা উৎপাদন ল্যাব
  • টেক্সটাইল পরীক্ষা এবং মান নিয়ন্ত্রণ ল্যাব
  • কম্পিউটার ল্যাব
  • ফ্যাব্রিক প্রস্তুতকরণ ল্যাব -১ (ওয়েভিং)
  • ফ্যাব্রিক প্রস্তুতকরণ ল্যাব -২ (বুনন)
  • গার্মেন্টস ল্যাব

জনস্বাস্থ্য বিদ্যালয়[সম্পাদনা]

  • জনস্বাস্থ্যের মাস্টার (এমপিএইচ)

প্রোগ্রাম[সম্পাদনা]

স্নাতক[সম্পাদনা]

  • ফার্মাসিতে স্নাতক
  • ইংরেজি কলায় স্নাতক
  • আইন স্নাতক (নিয়মিত)
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলে স্নাতক
  • টেক্সটাইল প্রকৌশলে স্নাতক
  • ব্যবসায় প্রশাসনে স্নাতক

স্নাতকোত্তর[সম্পাদনা]

  • ব্যবসায় প্রশাসনে মাস্টার (এমবিএ এবং ইএমবিএ)
  • কৃষিব্যবসার উপর ব্যবসায় প্রশাসনে মাস্টার
  • জনস্বাস্থ্যে মাস্টার (এমপিএইচ)
  • ইংরেজি কলায় মাস্টার
  • এলএল এম (নিয়মিত)

অর্জন[সম্পাদনা]

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবো-কার্নিভালে ২০১৬-এ দ্বিতীয় রানার-আপ হয়। পরে, রোবো-কার্নিভাল ২০১৯-এ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোজেক্ট শো বিভাগে প্রথম রানার-আপ পুরস্কার জিতে। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৮-এর সেরা দশটি প্রকল্পের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাইক্রোসফট ক্যাম্পাস দূত হিসেবে মনোনীত হয়।[১৮]

স্নাতকধারীদের সংখ্যা[সম্পাদনা]

২২শে ডিসেম্বর, ২০০৮-এর প্রথম সমাবর্তনে ১৬১ জন শিক্ষার্থী ছিল। ১৫ মে ২০১৭-এ দ্বিতীয় সমাবর্তন[১৯] পর্যন্ত, প্রায় ১১,০০০ জন স্নাতক হয়েছেন।

অনুদান[সম্পাদনা]

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড একটি আধুনিক ফার্মেসি ল্যাব স্থাপনের জন্য এডাস্টকে ১০ লাখ টাকা অনুদান দেয়।[২০]

অংশীদারিত্ব[সম্পাদনা]

১৪ মে ২০১৯ তারিখে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যা প্রতি বছর কমপক্ষে বিশ জন শিক্ষার্থীকে আগামী দশ বছরেরও বেশি সময় ধরে নড়াইলের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ১০০% বিনামূল্যে বৃত্তিতে অধ্যয়নের সুবিধা দেবে।[২১]

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২ 
  2. "সৃজনশীল তরুণসমাজ সৃষ্টিতে কাজ করছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি"প্রথম আলো। ১১ জানুয়ারি ২০২২। 
  3. "অতীশ দীপঙ্করের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের অপেক্ষায়"ক্যাম্পাসলাইভ২৪.কম। ১২ সেপ্টেম্বর ২০১৫। ২০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "Ex-president Iajuddin's wife passes away"ডেইলি সান। ২২ এপ্রিল ২০১৮। 
  5. "অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের মালিকানা দ্বন্দ্বের অবসান"সমকাল। ৩ মার্চ ২০১৪। ৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  6. "স্থায়ী সনদ পেল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"ঢাকা পোস্ট। ১৫ অক্টোবর ২০২১। 
  7. "স্থায়ী সনদ পেল অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়"প্রথম আলো। ১৪ অক্টোবর ২০২১। 
  8. "ADUST receives permission for permanent campus"ঢাকা ট্রিবিউন। ১৪ অক্টোবর ২০২১। 
  9. "ইয়াজউদ্দীনপুত্র 'এখন পুলিশ হেফাজতে নেই'"BD News 24। ৮ জানুয়ারি ২০১২। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  10. "উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. সেকুল ইসলাম"কালের কণ্ঠ। ৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 
  11. "ঢাবির সাবেক অধ্যাপক সেকুল ইসলাম আর নেই"দৈনিক শিক্ষা। ২২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২ 
  12. "অতীশ দীপঙ্করের নতুন ভিসি জাহাঙ্গীর আলম"ঢাকা পোস্ট। ২০ জানুয়ারি ২০২২। 
  13. "প্রফেসর আবুল হোসেন সিকদার আর নেই"ইত্তেফাক। ২২ জুলাই ২০১৬। ৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  14. "অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান"প্রথম আলো। ১৪ ফেব্রুয়ারি ২০১৬। 
  15. "টেকনাফ থেকে তেঁতুলিয়া বৃহত্তম মানববন্ধন"সমকাল। ২ আগস্ট ২০১৬। 
  16. "অতীশ দীপঙ্করে 'পাবলিক হেলথ: স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ' সেমিনার অনুষ্ঠিত"যুগান্তর। ৮ জানুয়ারি ২০২২। 
  17. "অতীশ দীপঙ্কর ভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত"Porzobekkhon। ১৪ মে ২০২২। ৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২ 
  18. "অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নানা আয়োজনে মুখর"যায়যায়দিন। ১ জুন ২০১৯। 
  19. "অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আজ"সমকাল। ১৫ মে ২০১৭। ৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  20. "DBBL donates Tk 1m to Atish Dipankar University"দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস। ২০০৫-১১-২২। সংগ্রহের তারিখ ২০০৬-১২-১৬ 
  21. নড়াইলের উন্নয়নে নড়াইল-এক্সপ্রেস। আরটিভি। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]