সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ বা সওজ ,কুষ্টিয়া (ইংরেজি: The Kusthia Road Division (KRHD))বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর খুলনা জোন এর আওতাধীন যশোর সড়ক সার্কেল এর অধীনস্থ একটি সরকারি সংগঠন।[১][২]

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ
The Kusthia Road Division
গঠিত১৯৬২; ৬২ বছর আগে (1962)[১]
সদরদপ্তরচৌড়হাস, কুষ্টিয়া
অবস্থান
স্থানাঙ্ক২৩°৫৩′২৩″ উত্তর ৮৯°০৬′৪৬″ পূর্ব / ২৩.৮৮৯৭১২০° উত্তর ৮৯.১১২৮৮৫২° পূর্ব / 23.8897120; 89.1128852
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
নির্বাহী প্রকৌশলী
মুহাম্মদ মনজুরুল করিম[৩]
উপ-বিভাগীয় প্রকৌশলী
লিটন আহমেদ খান[৪]
অনুমোদন
ওয়েবসাইটrhd.kushtia.gov.bd

উপবিভাগ[সম্পাদনা]

কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের ০২টি উপবিভাগ রয়েছে।[১] এগুলো হলো-

  1. সড়ক উপবিভাগ, কুষ্টিয়া
  2. কারখানা উপবিভাগ কুষ্টিয়া (প্রথম সারি)

আওতাধীন সড়ক ও সেতু সমূহ[সম্পাদনা]

সড়ক[সম্পাদনা]

  • কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক সমূহ মোট ১৫টি, যার মোট দৈর্ঘ্য ২৫৮.৩৩৮ কি.মি.[১]
    • জাতীয় মহাসড়ক ০২টি (৪৯.৬৪ কি.মি.)
    • জেলা মহাসড়ক ৯টি (১৩৩.৮১ কি.মি.)
    • আঞ্চলিক মহাসড়ক ০৪টি (৭৪.৮৮৮ কি.মি.)
  • মহাসড়কসমূহ কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় বিস্তৃত। জনগুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে-
    • ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-ফেরী-দাশুড়িয়া জাতীয় মহাসড়কটি (এন-৭০৪)
      • উত্তর বঙ্গের সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম।
    • আহলাদিপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌড়হাস) (আর-৭১০)
      • আঞ্চলিক মহাসড়কটি রাজধানী ঢাকার সাথে স্বল্প দূরত্বের সড়ক যোগাযোগ মাধ্যম।
    • কুষ্টিয়া (বটতৈল)-পোড়াদহ-আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা (আর-৭৪৭)
    • কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫)
    • ভেড়ামারা-দৌলতপুর (জেড-৭৪১১)

সেতু[সম্পাদনা]

১৫টি মহাসড়কে ২৭টি সেতু ও ১৮৩টি কালভার্ট রয়েছে।[১]

উল্লেখযোগ্য ০৩টি সেতু-

  1. লালন শাহ সেতু
  2. সৈয়দ মাসউদ রুমি সেতু
  3. শহীদ গোলাম কিবরিয়া সেতু
  4. হরিপুর সেতু

প্রকল্পসমূহ[সম্পাদনা]

চলমান প্রকল্পসমূহ[সম্পাদনা]

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের ০৩টি চলমান প্রকল্প রয়েছে।[৫]

  1. ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথমানে উন্নীতকরণ প্রকল্প।[৬]
  2. কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চূয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ।[৬]
  3. খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট সেতু/বেইলী সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ।[৬]

সমাপ্তকৃত প্রকল্পসমূহ[সম্পাদনা]

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সমাপ্তকৃত উল্লেখযোগ্য কাজ রয়েছে।[৫] এগুলো হলো-

  1. কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প-
    1. সড়ক নির্মাণ ৬.৬০ কিলোমিটার
    2. সেতু নির্মাণ ০১টি
    3. রেলওয়ে ওভারপাস নির্মাণ ১টি
    4. কালভার্ট নির্মাণ ২২টি
  2. জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (খুলনা জোন) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহ-
    1. সদরপুর বাজার-হালসা রেল বাজার (জেড-৭৪৬৫) সড়কে ১৫.৬৫ কি.মি. সড়ক প্রশস্তকরণ।
      সদরপুর বাজার-হালসা রেল বাজারের আলোকচিত্র
    2. সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া (জেড-৭৪৬৪) সড়কে ১৬.০০ কি.মি. সড়ক প্রশস্তকরণ।
    3. দৌলতপুর-দৌলতখালী-মথুরাপুর হাইস্কুল বাজার (জেড-৭৪১২) সড়কে ১২.৩০ কি.মি. সড়ক প্রশস্তকরণ।
    4. ভেড়ামারা-দৌলতপুর (জেড-৭৪১১) সড়ক ২০.৫৪ কি.মি. সংস্কার।
  3. আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (খুলনা জোন) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহ-
    1. আহলাদিপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌড়হাস) (আর-৭১০) আঞ্চলিক মহাসড়ক ২৮.০৫৪ কিঃ মিঃ প্রশস্তকরণসহ যথাযথ মানে উন্নীত করা।
    2. চড়াইকোল-শিলাইদহ (আর-৭১৩)আঞ্চলিক মহাসড়ক ৫.৪৩৫ কি.মি. যথাযথ মানে উন্নীত করা।
  4. পিএমপি-সড়ক (মেজর) কর্মসূচী) এর আওতায় সমাপ্তকৃত কাজসমূহ-
    1. ভেড়ামারা-দৌলতপুর ( জেড-৭৪১১) সড়কের ২০.৫৪ কি.মি. ডিবিএসটি কাজ সমাপ্ত।
      পিএমপি (মেজর) কর্মসূচীতে ভেড়ামারা-দৌলতপুর সড়কের আলোকচিত্র
    2. পোড়াদহ-আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের আলোকচিত্র (আর-৭৪৫) ডিবিএসটি কাজ সমাপ্ত।
      পিএমপি (মেজর) কর্মসূচীতে কুষ্টিয়া (বটতৈল)-পোড়াদহ-আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের আলোকচিত্র
  5. পিএমপি-সেতু/কালভার্ট (মেজর) কর্মসূচী) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহ-
    1. সদরপুর বাজার-হালসা রেল বাজার (জেড-৭৪৬৫) সড়কে ১৩.৫৪ মিটার কাকিলাদহ সেতু নির্মাণ।
    2. সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া (জেড-৭৪৬৪) সড়কে ২৫.৭৪ মিটার ঝুটিয়াডাঙ্গা সেতু নির্মাণ।

ভবিষ্যত প্রকল্পসমূহ[সম্পাদনা]

সর্বশেষ তথ্য অনুযায়ী কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের ০১টি ভবিষ্যত পরিকল্পনা রয়েছে তার অধীনে ০৫টি সড়ক রয়েছে।[৭]

  1. কুষ্টিয়া সড়ক বিভাগের ক্ষতিগ্রস্থ জেলা মহাসড়ক উন্নয়ন
    1. ভেড়ামারা রেল ষ্টেশন-ভেড়ামারা ফেরীঘাট সড়ক (জেড-৭৪০৯)।
    2. ভেড়ামারা জিকে বাধ ৩নং ব্রীজ-মিরপুর থানা সড়ক (জেড-৭৪৬৩)।
    3. মিরপুর-শেহালা-প্রাগপুর বিডিআর ক্যাম্প সড়ক (জেড-৭৪৬১)
    4. ঈশ্বরদী-পাইকপাড়া-মির্জাপুর-ফুলতলা মোড়-সিঙ্গারা-ফুলবাড়ী-ভবানীগঞ্জ সড়ক (জেড-৭১০৫)
    5. কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ৮ম মাইল হতে মিরপুর থানা সংযোগ সড়ক (জেড-৭৪৫১)

বহিঃসংযোগ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একনজরে কুষ্টিয়া সড়ক বিভাগ"জাতীয় তথ্য বাতায়ন-সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  2. কে.এম. শাহীন রেজা, কুষ্টিয়া প্রতিনিধি (২০২০-০৯-২৪)। "কুষ্টিয়া সড়ক বিভাগের বিভিন্ন কার্যক্রমের সম্মাননা স্মারক ও সনদ প্রদান"দৈনিক বাংলাদেশ মিডিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  3. "মুহাম্মদ মনজুরুল করিম, নির্বাহী প্রকৌশলী"জাতীয় তথ্য বাতায়ন-সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  4. "লিটন আহমেদ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী"জাতীয় তথ্য বাতায়ন-সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  5. "আমাদের অর্জনসমূহ"জাতীয় তথ্য বাতায়ন-সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  6. "সাম্প্রতিক কর্মকাণ্ড"জাতীয় তথ্য বাতায়ন-সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  7. "ভবিষ্যত পরিকল্পনা"জাতীয় তথ্য বাতায়ন-সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪