রাম সজীবন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাম সজীবন (জন্ম:২ জানুয়ারী ১৯২৯ [১] সোনেপুর, বান্দা জেলা, উত্তর প্রদেশ, ভারত) বহুজন সমাজ পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ। ১৯৬৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ভারতের কম্যুনিস্ট পার্টির সদস্য হিসাবে চারবার উত্তর প্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। তিনি বান্দা থেকে ভারতের কমিউনিস্ট পার্টি হিসাবে নবম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তবে ১৯৯৬ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি ত্যাগ করেন এবং বহুজন সমাজ পার্টিতে যোগ দেন এবং ১৯৯৬ এবং ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বান্দা আসনে জয়ী হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Indian Parliamentary companion: who's who of members of Lok Sabha। Lok Sabha Secretariat। ২০০৩। পৃষ্ঠা 437।