মিশিরডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিশিরডি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়ের কোলে আরশা থানায় অবস্থিত একটি ছোট গ্রাম৷ এখানকার প্রাকৃতিক দৃশ্য মনোরম ৷ চরমপন্থী নকশাল সংগঠন এই এলাকায় সক্রিয় হবার আগে এটি ছিল পশ্চিমবঙ্গের অন্যতম একটি স্বাস্থ্য নিবাস ও পর্যটন কেন্দ্র ৷ বহু পর্যটক এখানে বায়ু পরিবর্তনের জন্য বেড়াতে আসতেন ৷ এখানে ১৯৭৯ সালে সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছায়াছবির চিত্রগ্রহণ হয়। স্থানীয় মানুষদের অনেককেই অভিনয়ের সুযোগ দিয়েছিলেন পরিচালক।

তথ্যসূত্র[সম্পাদনা]