মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভা
পশ্চিমবঙ্গ-এর বিংশ মন্ত্রিসভা
গঠনের তারিখ২৭ মে ২০১৬
বিলুপ্তির তারিখ৩ মে ২০২১
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানকেশরীনাথ ত্রিপাঠী
জগদীপ ধনখড়
(পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে)
সরকারপ্রধানমমতা বন্দ্যোপাধ্যায়
মন্ত্রী সংখ্যা৩৯
সদস্য দলগুলিতৃণমূল কংগ্রেস
আইনসভায় অবস্থাসংখ্যাগরিষ্ঠ
বিরোধী দলকংগ্রেস
বিরোধী নেতাআবদুল মান্নান
ইতিহাস
নির্বাচন২০১৬
আইনসভার মেয়াদ৫ বছর
পূর্বতনমমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভা
পরবর্তীমমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভা

মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের ১৬ মে তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এখানে তার উক্ত মেয়াদের মন্ত্রীদের তালিকা রয়েছে।[১][২]

মন্ত্রিপরিষদ[সম্পাদনা]

ক্রম নাম আসন মন্ত্রণালয় বা দপ্তর দল
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী ভবানীপুর স্বরাষ্ট্র,

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার,

তথ্য ও সংস্কৃতি বিষয়ক,

হিল অ্যাফেয়ার্স,

মাইক্রো এবং স্মল স্কেল এন্টারপ্রাইজ,

কর্মী ও প্রশাসনিক সংস্কার,

পরিবহন,

সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা

তৃণমূল
অমিত মিত্র খড়দহ অর্থমন্ত্রী

আবগারি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী,

শিল্প পুনর্গঠন, পাবলিক এন্টারপ্রাইজ

তৃণমূল
পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম সংসদ বিষয়ক মন্ত্রণালয়

শিক্ষামন্ত্রী,

বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী

তৃণমূল
সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী,

জনস্বাস্থ্য প্রকৌশল

তৃণমূল
শোভনদেব চট্টোপাধ্যায় রাসবিহারী বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি উৎস মন্ত্রী তৃণমূল
গৌতম দেব ডাবগ্রাম-ফুলবাড়ি পর্যটন মন্ত্রণালয় তৃণমূল
অবনীমোহন জোয়ারদার কৃষ্ণনগর উত্তর সংশোধনমূলক প্রশাসন মন্ত্রী,

শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী

তৃণমূল
ব্রাত্য বসু দমদম তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী তৃণমূল
আব্দুর রেজ্জাক মোল্লা ভাঙড় খাদ্য সংগ্রহ ও উদ্যান মন্ত্রী তৃণমূল
১০ জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া খাদ্য ও সরবরাহ মন্ত্রী তৃণমূল
১১ ফিরহাদ হাকিম কলকাতা বন্দর নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী তৃণমূল
১২ অরূপ বিশ্বাস টালিগঞ্জ গণপূর্ত মন্ত্রী,

যুব ও ক্রীড়া মন্ত্রী

তৃণমূল
১৩ জাভেদ খান কসবা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তৃণমূল
১৪ মলয় ঘটক আসানসোল উত্তর শ্রম মন্ত্রী,

আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী

তৃণমূল
১৫ পূর্ণেন্দু বসু রাজারহাট গোপালপুর কৃষিমন্ত্রী তৃণমূল
১৬ অরূপ রায় হাওড়া মধ্য সমবায় মন্ত্রী তৃণমূল
১৭ রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড় সেচ ও জলপথ মন্ত্রী তৃণমূল
১৮ চন্দ্রনাথ সিংহ বোলপুর মৎস্য মন্ত্রণালয় তৃণমূল
১৯ তপন দাশগুপ্ত সপ্তগ্রাম কৃষি বিপণন মন্ত্রী তৃণমূল
২০ সোমেন মহাপাত্র পিংলা পানিসম্পদ মন্ত্রী তৃণমূল
২১ জেমস কুজুর কুমারগ্রাম আদিবাসী উন্নয়ন মন্ত্রী তৃণমূল
২২ বিনয় কৃষ্ণ বর্মন মাথাভাঙ্গা বনমন্ত্রী তৃণমূল
২৩ রবীন্দ্র নাথ ঘোষ নাটাবাড়ি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল
২৪ সাধন পাণ্ডে মানিকতলা ভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয়

স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী

তৃণমূল
২৫ শান্তিরাম মাহাতো বলরামপুর পশ্চিমাঞ্চল উন্নায়ান মন্ত্রী তৃণমূল
২৭ চূড়ামণি মাহাতো কুমারগ্রাম অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী তৃণমূল
২৮ আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট জৈবপ্রযুক্তি মন্ত্রী,

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়

তৃণমূল

প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)[সম্পাদনা]

নং. নাম নির্বাচনী এলাকা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় দল
শশী পাঁজা[ক] শ্যামপুকুর নারী উন্নয়ন ও সমাজকল্যাণ, শিশু উন্নয়ন মন্ত্রণালয়,

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

তৃণমূল
সিদ্দিকুল্লাহ চৌধুরী [খ] মঙ্গলকোট গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রণালয়

সংসদীয় বিষয়

তৃণমূল
অসীমা পাত্র ধনেখালী কারিগরি-শিক্ষা মন্ত্রণালয় তৃণমূল
মন্টুরাম পাখিরা কাকদ্বীপ সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয় তৃণমূল
স্বপন দেবনাথ পূর্বস্থলী দক্ষিণ এমএসএমই মন্ত্রণালয়,

ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রণালয়

তৃণমূল

প্রতিমন্ত্রী[সম্পাদনা]

নং. নাম নির্বাচনী এলাকা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় দল
বাচ্চু হাঁসদা তপন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী তৃণমূল
গোলাম রব্বানী গোলপোখর পর্যটন প্রতিমন্ত্রী তৃণমূল
জাকির হোসেন জঙ্গিপুর শ্রম প্রতিমন্ত্রী তৃণমূল
খালি উত্তর হাওড়া যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় -
ইন্দ্রনীল সেন চন্দননগর তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৃণমূল
শ্যামল সান্তরা কোতুলপুর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী,

পিএইচই মন্ত্রণালয়

তৃণমূল
সন্ধ্যারানী টুডু মানবাজার অনগ্রসর শ্রেণি কল্যাণ প্রতিমন্ত্রী তৃণমূল
গিয়াসউদ্দিন মোল্লা মগরাহাট পশ্চিম সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী তৃণমূল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Ministers in Mamata's cabinet"The Hindu। ২৭ মে ২০১৬ – www.thehindu.com-এর মাধ্যমে। 
  2. "Full list of Ministers and their portfolios in the new West Bengal Government: All India Trinamool Congress"aitcofficial.org। ৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ 

টীকা[সম্পাদনা]

  1. এছাড়াও প্রতিমন্ত্রীর দায়িত্বে।
  2. এছাড়াও প্রতিমন্ত্রীর দায়িত্বে