মন্ডতোষ ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মন্ডতোষ ইউনিয়ন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

৬ নং মন্ডতোষ ইউনিয়ন
ইউনিয়ন
৬ং মন্ডতোষ ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাভাঙ্গুড়া উপজেলা
ইউনিয়ন৬নং মন্ডতোষ ইউনিয়ন
প্রতিষ্ঠা২০১৪
সরকার
 • চেয়ারম্যানমোঃ আফছার আলী মাস্টার
আয়তন
 • মোট১৫ বর্গকিমি (৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২ আদমশুমারী)
 • মোট১২,০০০
 • জনঘনত্ব৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
 প্রায়
সাক্ষরতার হার
 • মোট৬০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৪০
ওয়েবসাইট[[১]]

অবস্থান[সম্পাদনা]

০৬ নং মন্ডতোষ ইউনিয়ন পরিষদ ভাঙ্গুড়া উপজেলার পশ্চিম সীমান্তবর্তী একটি ইউনিয়ন। যার একপাশ বয়ে চলেছে বড়াল নদী আর অন্য পাশ দিয়ে জাতীয় রেলপথ ও বাঘাবাড়ি - টেবুনিয়া আঞ্চলিক মহাসড়ক।উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি মন্ডতোষ গ্রামে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

তৎকালীন বৃহত্তর ভাঙ্গুড়া ইউনিয়ন ভেঙে ভাঙ্গুড়া পৌরসভা গঠিত হলে ভাঙ্গুড়া ইউনিয়ন দুটি অংশে বিভক্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে নতুন একটি ইউনিয়ন গঠন অবধারিত হয়ে পড়ে। শুরু হয় মন্ডতোষ ইউনিয়ন পরিষদ গঠন আন্দোলন। আন্দোলনে নেতৃত্ব দেন মন্ডতোষ ইউনিয়ন পরিষদ গঠন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আফছার আলী মাস্টার। মামলা সংক্রান্ত জটিলতা ও দীর্ঘ প্রক্রিয়ার শেষে ২০১৪ সালের আগস্ট মাসে মন্ডতোষ ইউনিয়ন গঠন সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। মন্ডতোষ ইউনিয়নবাসীর দীর্ঘ এক যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটে।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

  • ১নং ওয়ার্ড - দহপাড়া
  • ২নং ওয়ার্ড - গজারমারা ও খালপাট
  • ৩নং ওয়ার্ড - উত্তরমেন্দা
  • ৪নং ওয়ার্ড - টুনিপাড়া
  • ৫নং ওয়ার্ড - বোয়াইলমারী
  • ৬নং ওয়ার্ড - মল্লিকচক
  • ৭নং ওয়ার্ড - মন্ডতোষ কান্দিপাড়া
  • ৮নং ওয়ার্ড - চকমৈশাট ও সুজাপাড়া
  • ৯নং ওয়ার্ড - দিয়ারপাড়া


জনপ্রতিনিধি[সম্পাদনা]

মন্ডতোষ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আফছার আলী মাস্টার। তাঁর বাড়ি মন্ডতোষ গ্রামে। তিনি ২০২০ সালের ২০শে অক্টোবর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মন্ডতোষ ইউনিয়নে ২টি উচ্চ বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

উচ্চ বিদ্যালয়

  • দহপাড়া উচ্চ বিদ্যালয়
  • মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

দাখিল মাদ্রাসা

  • দিয়ারপাড়া দাখিল মাদ্রাসা
  • বোয়ালমারী লতিফা আয়েশা ওয়াহাবিয়া দাখিল মাদ্রাসা

প্রাথমিক বিদ্যালয়

  • দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গজারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেন্দা খালপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মন্ডতোষ চকমইষাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

এছাড়াও এখানে কয়েকটি কওমি মাদ্রাসা এবং মসজিদ ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

হাটবাজার[সম্পাদনা]

"দহপাড়া হাট " নামে একটি সাপ্তাহিক হাট রয়েছে। যা প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার বসে।

এছাড়া কিছু গ্রামে সকাল ও বিকেলে বাজার বসে।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • মন্ডতোষ জোড় বাংলা পীরের মাজার
  • বড়াল নদী
  • মন্ডতোষ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন
  • মন্ডতোষ রেললাইন
  • বোয়ালমারী খেলার মাঠ
  • দহপাড়া খেলার মাঠ
  • দহপাড়া ঘাট