ব্রিজ মহোৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্রিজ মহোৎসব হল একটি উৎসব যা ফাল্গুনের শুক্লপক্ষে তিন দিন ধরে পালিত হয়। এটি মার্চ মাসে রাজস্থানের ভরতপুর জেলায় অবস্থিত ব্রিজ অঞ্চলে পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের সম্মানে অনুষ্ঠিত এই উৎসবটি প্রেরণার সাথে উদ্‌যাপিত হয়। গ্রামবাসীদের বহু রঙের পোশাকে রাসলীলা নৃত্যের ( রাধা ও কৃষ্ণের অমর প্রেম-কাহিনীমূলক নৃত্য) গান কীর্তন ও পরিবেশন করতে দেখা যায়। হোলির প্রাক্কালে অনুষ্ঠিত এই উৎসবে সমস্ত ভরতপুর লোকগানের সুরে প্রতিধ্বনিত হয়। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rajasthan Tourism"। rajasthantourism.gov.in। ২০১৪-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-৩১