ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০১৮

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যৌনসঙ্গম[সম্পাদনা]

@শাওন ভাই, যৌনসঙ্গম পাতাটিতে আমার করা সম্পাদনাগুলো মীমাংসিত করে দিন। স্নিগ্ধা রহমান (আলাপ) ১০:০৮, ২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ১৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিশুদ্ধ গণিত[সম্পাদনা]

নিবন্ধটা কি কোন প্রতিযোগিতার অংশ হিসেবে লেখা হচ্ছে? ইংরেজি থেকে অনূদিত বাংলার অবস্থা তো অত্যন্ত ভয়াবহ। আমি এখন আর ধরছি না। লেখা স্থিতিশীল হলে পরে ঠিক করতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:১৯, ৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

হা হা হা। ওটা আমার নয়রে, ভাই। আমি কেবল একটু ঠিক-ঠাক করেছি এবং দুটিকে একত্রিত করে একটিকে মুছেছি। - Ashiq Shawon (আলাপ) ০৯:২৪, ৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে। যাই হোক, এ মুহূর্তে নিবন্ধের ভাষাতে অনেক সমস্যা আছে। আমি পরে ঠিক করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১০:১৫, ৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রস্তাবনা কি কি কারণ হতে পারে[সম্পাদনা]

শাওন ভাই অপরাণের কারণ গুলো জানালে বাধিত হব । আছিম শাহ ও ক্বারী আমীর উদ্দিন আহমেদ নিবন্ধে সমস্যাটি কি ? আমাকে একটু অবগত করুন ।

এ নিয়ে দুটো নিবন্ধে অপসারণ প্রস্তাবনা এসেছে । সমস্যার বিস্তারিত দিকটি বলে দিলে ভাল হয় । ধন্যবাদ Mdyusufmiah (আলাপ) ০৬:১৫, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তারা স্থানীয় পর্যায়ে পরিচিত হলেও বিশ্বমানের উল্লেখযোগ্য নন বলেই মনে হয়। অপসারণ প্রস্তাবনায় সকলে মতামত দেবে - যুক্তি দেবে - তারপর পুরো সম্প্রদায় সিদ্ধান্ত নেবে এই নিবন্ধগুলো থাকার মতো কি-না। জাতীয় বা আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের অবদান এবং সেটির উল্লেখ নেই কোনো তথ্যসূত্রে। আবার, মনে রাখতে হবে, একজন ওয়ার্ড কমিশনার বা ছাত্রনেতারও অসংখ্য তথ্যসূত্র পাওয়া যায়; এমন কি জাতীয় দৈনিকেও তাদের নাম আসে - কিন্তু তাতেই তারা উল্লেখযোগ্য হয়ে যান না। - Ashiq Shawon (আলাপ) ০৬:২৮, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কিভাবে ছবি যোগ করবো?[সম্পাদনা]

কিভাবে ছবি যোগ করবো?

প্রথম পৃষ্ঠায় ছবি আপলোড করার নির্দেশনা দেয়া আছে, টিউটোরিয়ালসহ। - Ashiq Shawon (আলাপ) ১৫:৫২, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আমি ছবি দেওয়ার পর সেভ বাটনটি ক্লিক করার পরও ছবি সেভ হচ্ছেনা, এর সমাধান জানালে ভালো হয়। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ)১১:২৫, ৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Why my writings are deleted?[সম্পাদনা]

I don't know why.Please tell me.It takes too much time to write an article :( MD Abu Siyam (আলাপ) ১৫:৩১, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিজ্ঞাপন ছিলো; নিজের প্রতিষ্ঠানের নিবন্ধ নিজেই লিখেছেন। এছাড়াও, এটির দেশজ বা বৈশ্বয়িক ক্ষেত্রে কোনো উল্রেখযোগ্য অবদান নেই। তথ্যসূত্র নেই জাতীয় দৈনিকগুলো থেকে। - Ashiq Shawon (আলাপ) ১৫:৩৮, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

WAM Address Collection - 1st reminder[সম্পাদনা]

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM[সম্পাদনা]

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

নিবন্ধের নাম পরিবর্তন করে দিন প্লেজ[সম্পাদনা]

আমার তৈরি একটি নতুন নিবন্ধ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় করে দিলে বাধিত রবো । স্ঠিক নামটি হচ্ছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়

হয়েছেতো! :) - Ashiq Shawon (আলাপ) ১৮:৪১, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ![সম্পাদনা]

সুধী,
শভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি (আজাকি) বিভাগটি পুনরায় সক্রিয় করার জন্য কাজ করছি এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজীকরণ করেছি। এই বার্তাটি যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরি করে থাকেন তাদের সবাইকে ‘আজাকিতে’ নিবন্ধ মনোনয়নে উৎসাহিত করার জন্য প্রদান করছি। আপনি প্রায়শই নতুন নিবন্ধ তৈরি করে থাকেন সুতরাং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা সক্রিয় রাখতে আপনাকে আজাকিতে নিবন্ধ মনোনয়ন বা পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনার সম্পাদনা শুভ হোক :) -- নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৮:৩৫, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। অবশ্যই অংশ নেবো। - Ashiq Shawon (আলাপ) ১৮:৪২, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারন বিষয়[সম্পাদনা]

জানি, অনেক নিয়ম নীতিতেই ইউকিপেডিয়ায় লিখা লেখি করতে হয় । ভীষ্মদেব চৌধুরী পাতাটি এত দ্রুত অপসারণের কারণ বুঝতে পারলাম না । শাওন ভাই আপনি ট্যাগ বসিয়েছিলেন যাহাতে বলাছিল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া । অতচ আমাকে না জানিয়েই নিবন্ধ মুছে ফেলার কারণ বুঝি নাই । ধন্যবাদ

অপসারণ করার জন্য প্রস্তাবণা যে কেউ দিতে পারে। অপসারণ প্রস্তাবনা দেয়ার পর ৭ দিন সেটি নিয়ে আলোচনা করা হয়। উক্ত সাতদিনের আলোচনার পর এর প্রেক্ষিতে প্রাপ্ত ফলাফল প্রশাসকগণ বাস্তবায়ন করেন। এক্ষেত্রেও তাই হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৫:৫৪, ১৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কেন আমার লিখা পাতাটি ডিলেট করা হলো?[সম্পাদনা]

আমি যে পাতাটি যুক্ত করেছিলাম, তা সম্পূর্ণ সঠিক একটা স্থানের উপর লিখা SojolRana (আলাপ) ০৪:০৭, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কোন পাতাটি? অপসারণ করার সময় অপসারণের কারণ বলে দেয়া হয়। - Ashiq Shawon (আলাপ) ০৬:৪৭, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


নিবন্ধের নাম দিয়ে গোগলে সার্চে নিবন্ধ আসছে না কেন[সম্পাদনা]

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ নিবন্ধটি গোগলে সার্চ দিয়ে খুজলে উইকিপিডিয়ার সাইড দেখা যায় না । সমস্যাটি কি আপনি একটু দেখবেন প্লিজ । ~~

@Mdyusufmiah: পাতা পর্যালোচিত না হওয়া পর্যন্ত গুগল অনুসন্ধানে আসতে ৯০ দিন সময় লাগবে। তবে পর্যালোচিত হয়ে গেলে এর আগেই দেখা যাবে। আফতাব (আলাপ) ০১:৪১, ৩১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
আমার সার্চে ফলাফলে দেখাচ্ছে। - Ashiq Shawon (আলাপ) ০৮:৫২, ৩১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কেন অপসারণ?[সম্পাদনা]

আনজুমান ট্রাস্ট কেন অপসারণ হলো? কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ৯ ফেব্রুয়ারি, ১১.৪৬ (ইউটিসি)

বিশ্বকোষীয় নয়। - Ashiq Shawon (আলাপ) ১৯:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তাই!!!! কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১০ ফেব্রুয়ারি, ৯. ৪১ (ইউটিসি)

রোলব্যাক[সম্পাদনা]

এখানে একটা অপসারণ প্রস্তাবনা রাখা হয়েছিল আপনি সেটাকে কোন কারণ না উল্লেখ করে রোলব্যাক করেছেন, কারণটা জানতে পারি কি? বিনা নোটিশে এরকম আনাড়িভাবে অনুবাদ করা নিবন্ধগুলি উইকিতে অপসারণ করা হয়ে থাকে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটিতে কিছু ব্যকরণগত ভুল ব্যতীত অন্যকোন সমস্যা ছিলো না। মেশিণ অনুবাদের ফরে কিছুটা সমস্যা হয়েছে - কিন্তু ভাষাগত খুব বড় ধরণের সমস্যা নেই যেগুলো সমাধান অসম্ভব। যত্র তত্র ট্যাগ লাগানোটাই বরং অনাড়ীপনা বলে আমি মনে করি; নিয়মানুসারে অভিজ্ঞরা নতুনদের নিবন্ধ সম্পাদনা করে ঠিক করে দেয়া উচিত, ট্যাগ দেয়া নয়। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অক্ষয় কুমার সেন শর্মা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

অক্ষয় কুমার সেন শর্মা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অক্ষয় কুমার সেন শর্মা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৪:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

খালি নিবন্ধ[সম্পাদনা]

আশিক ভাই, আপনি তো জাতীয় সংসদের সদস্যদের নিয়ে সব খালি নিবন্ধ বানাচ্ছেন। কে কোন আসন থেকে নির্বাচিত তা ছাড়া বেশীরভাগ নিবন্ধে আর তথ্য নেই। --আফতাব (আলাপ) ১৬:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman:, প্রতিটি নিবন্ধে কমপক্ষে একটি করে প্যারা (ভূমিকাংশ) লিখা আছে এবং সেই সঙ্গে তথ্যসূত্রও দেয়া আছে। এক্ষেত্রে খালি নিবন্ধ হিসাবে ধরা হচ্ছে কেন - সেটি বুঝতে পারলাম না! তারপরও, লিখাগুলোর আকার বাড়ানোর চেষ্টা থাকবে। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৭:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

লিঙ্গ সমতা পদক
সুপ্রিয় Ashiq Shawon,

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ব্লক বিষয়ে[সম্পাদনা]

@শাওন ভাই, আমাকে যেন আর ব্লক না করা হয়, হ্যাঁ আমি বিশাল খান, আমি উইকিপিডিয়াকে ভালোবাসি এবং একজন নাস্তিক, তাই ভয়ে ধ্বংসাত্মক কাজ করি, কথা দিচ্ছি আর করবোনা,কারণ আমি বুঝতে পেরেছি উইকিপিডিয়া অনেক সিকিউরড, নাহিদ ভাই কে আমার আইপি ঠিকানাও আনব্লক করতে বলুন, আমার সাইবার ক্যাফেতে বারবার বসতে/ভিপিএন চালাতে ভালো লাগেনা। FeminChor (আলাপ) ১৩:২৪, ১০ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

জোয়াকিম লো[সম্পাদনা]

আমার করা ইওয়াখিম ল্যোভ পাতাটির স্থানান্তর বাতিল করা হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন গণমাধ্যমে নামটিকে ‘‘জোয়াকিম লো’’ লেখা হয়। তাই পাতাটিকে জোয়াকিম লো পাতায় স্থানান্তর করেছিলাম। -- আদিব (আলাপ) ১১:৪৪, ২ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইওয়াখিম ল্যোভ নিবন্ধের আলাপ পাতায় চলমান আলোচনায় মন্তব্য করুন এবং সেই অনুসারে সিদ্ধান্ত নেয়া হবে। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১১:৪৮, ২ জুন ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Short Invitation[সম্পাদনা]

Hello Mr. Asiq!

I Arka from the English Wikipedia , is here to invite you to The Bengali Translators' Club.

The aim of the club is to provide wikipedians a platform to translate to and from between Bengali and English.

I warmly welcome you! Pls visit: https://en.m.wikipedia.org/wiki/Wikipedia:Translation/Discussion/bn

Dr. Sroy (আলাপ) ১১:০১, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি) Dr. Sroy (আলাপ) ১১:০১, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধম্মইনফো[সম্পাদনা]

শাওন ভাই, আমার নিবন্ধিত ‘ধম্মইনফো’ নিবন্ধটি বাতিলের যৌক্তিকতা বুঝলাম না। বিজ্ঞাপন প্রচারের কারণ বলা হলেও এটি মোটেই তেমনটা নয়। ধম্মইনফো এখন ইতিহাস। এর কার্যক্রম বন্ধ। আশা করি মুছে দেয়ার আগে অন্তঃত সংরক্ষনের সুযোগ দিবেন। ধন্যবাদ।

একাধিক কারণে নিবন্ধটি অপসারণ করা হয়েছে - বিজ্ঞাপণধর্মী লেখা, তথ্যসূত্রহীন, বিষয়বস্তুর গুরুত্ব পরিস্কার নয়, ওয়েবসাইটের জাতীয় বা আন্তর্জাতিক পরিসরে অবদান সম্পর্কিত তথ্যের অনুপস্থিতি ইত্যাদি। নিবন্ধগুলো দয়া করে নিজের খেলাঘরে সম্পন্ন করে তারপর প্রকাশ করুন। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৮:৪৫, ২ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধম্মইনফো[সম্পাদনা]

উইকিতে আমি এখনও অনভিজ্ঞ নয়। আর ধম্মইনফো ছিল আমার প্রথম নিবন্ধ। সুতরাং সংশোধনের সময় দেয়া যেতো। এধরণের আচরণ মনে হয় অন্যায়।

আপনি খেলাঘরে প্রথমে নিবন্ধ তৈরি করুন। - Ashiq Shawon (আলাপ) ০৭:৫০, ৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

মুহম্মদ জাফর ইকবাল নিবন্ধ সুরক্ষা পরিবর্তন প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় আশিক শাওন ভাই, নিবন্ধটিতে আপনার ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি নিবন্ধটিতে শুধুমাত্র প্রশাসকদের জন্য সম্পাদনার অধিকার রেখেছিলেন যা বাস্তবতার প্রেক্ষিতে বেশি হয়ে যাওয়ায় আমি তা সরিয়ে নিয়েছি। অনুগ্রহ পূর্বক লক্ষ্য করবেন যে, বর্তমানে যে ভ্যান্ডালিজমটি হয়েছে তার কারণ প্রশাসক নাহিদ সুলতান ভাই নিবন্ধটি যে পেন্ডিং রিভিউয়ের জন্য রিভিউ অনুমতির প্রয়োজন সেট করেছিলে তা গত ১৩ জুন মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিলো। এই সুযোগে সবাই এই নিবন্ধে তার সম্পাদনা প্রকাশ করতে পারছিলো। আমি এই পেন্ডিং রিভিউ সেটিংস রিভিউয়ারদের জন্য অসীম সময়ে নির্ধারণ করে দিয়েছি। এখন থেকে নিবন্ধটি সম্পাদনার ক্ষেত্রে সবার জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু শুধুমাত্র রিভিউয়ার অধিকার প্রাপ্ত ব্যবহারকারী বা প্রশাসকরা সম্পাদনাটি গ্রহণ করলেই তা নিবন্ধটিতে প্রকাশিত হবে। আমার মতে এটাই যথেষ্ট, কাউকে সম্পাদনা থেকে বিরত রাখা উইকিপিডিয়ার দর্শনবিরোধী তাই আমাদের উচিত এটি এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা। আবারও ধন্যবাদ। — তানভির০৯:৫৮, ৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তানভীর ভাই, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এবং বিষয়টি সচেতনভাবে লক্ষ না করতে পারায় ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৩:৩৩, ৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক![সম্পাদনা]

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণের বিষয়ে[সম্পাদনা]

ভাই আরেকটু পর্যালোচনার অনবরোধ ২০০৬ সালে প্রশাসক Ragib ভাই মাত্র ৪৬৪ বাইট এর চট্টগ্রাম কলেজ পাতাটি তৈরি করেন। ৪ বছর ধরে এভাবেই পড়ে থাকে যাতে ঐ নিবন্ধে কেউ কাজ করে। ২০১০ সালে একে বাড়ানো হয়।

২০০৮ সালে Avijit 91 নামের ID মাত্র দুই লাইনের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পাতাটি তৈরি করেন। তাকেও কিছু করা হয় না।

এভাবে আপনি যাচাই করে দেখেন বেশিরভাগ কলেজের নিবন্ধ এভাবেই কেউ শুরু করে এবং তা সরানো হয় না যাতে অন্যকেউ ঐ সকল নিবন্ধে কাজ করতে পারে।

আর আমার বানানো পাতা দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাদ্বিল (ডিগ্রী) মাদ্রাসাভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়,শ্রীমঙ্গল পাতাগুলো ফেরত আনা যায় কিনা দেখবেন প্লিজ ভাইজান---ধন্যবাদ - Sayed Md Nasim (আলাপ) ০৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কোন একজন একটি কাজ অতীতে করেছিলো বলে আপনিও সেই একই কাজ করবেন - এটি কোনো যুক্তির কথা হতে পারে না। নিয়মনীতি মেনেই নিবন্ধ অপসারণ করা হয়েছে। আপনি একটি একটি করে নিবন্ধ লিখুন এবং সেগুলোকে প্রথমে খেলাঘরে তৈরি করে পরবর্তীতে মূল নামস্থানে আনুন। উইকিপিডিয়ায় ২০০৬/২০০৮ সালের কাজ দিয়ে ২০০১৮ সালের কাজকে তুলনা করার কোনো যৌক্তিকতা নেই - তখন নিবন্ধ শুরু করতে হতো কাউকে নাকাউকে। আপনি লেখায় তথ্যসূত্র ব্যবহার করুন এবং কমপক্ষে ২টি প্যারা যোগ করুন। - Ashiq Shawon (আলাপ) ০৫:১৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
আমি একটু ব্যাখ্যা করি। ২০০৬ সাল আর এখন তো এক না ভাই, ঐ সময়ে আমরা মাত্র কাজ শুরু করেছিলাম। ভলান্টিয়ার টাইপের কেউ নাই। তাই সব নিবন্ধই স্টাব আকারে শুরু হতো। এখন অনেক সময় পাল্টেছে, ভলান্টিয়ারও বেড়েছে অনেক। সেজন্য এখন নিবন্ধগুলোকে মোটামুটি ভালো আকারে শুরু করাই ভালো। আর খসড়ার কাজটা খেলাঘরে করে নিন। --রাগিব (আলাপ | অবদান) ২০:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আল হামরিয়[সম্পাদনা]

Ashiq Shawon, আল হামরিয় পাতাটি অনুবাদের সাথে সাথেই অপসারণ করা হয়েেছে। অনুগ্রহ করে পাতাটি প্রত্যর্পণ করুন। আমি মনে করি বাংলা উইকি কেবল বাংলাদেশের জন্যই নয়। অতএব যেকোনো বিষয়ে নিবন্ধন তৈরি করা যেতে পারে তবে উপযুক্ত তথ্যসূত্র ব্যবহার করলে হবে। জনি (আলাপ) ১৪:১৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@ZI Jony: নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কিত নয় বলে অপসারণ করা হয়নি। যেমনটা আমি আমার আলাপ পাতায় বলেছি, এই নিবন্ধটিও যান্ত্রিক অনুবাদ করার কারণে অপসারণ করা হয়েছে। আপনি আল বাস্তাকিয়া নিবন্ধের অনুবাদ ঠিক করার পর আমি এটি ফেরত এনে দিব। --আফতাব (আলাপ) ১৪:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

১০০০+ নিবন্ধ[সম্পাদনা]

১০০০+ নিবন্ধের প্রণেতা
দেখতে দেখতে আপনি প্রায় ১০০০টির বেশি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আমার কাছ থেকে আপনাকে এই ছোট্ট ১০০০+ নিবন্ধের প্রণেতা উইকিপদকটি দিলাম। আশা করি আপনি আরো দ্রুত ২০০০ নিবন্ধের মাইলফলক স্পর্শ করবেন। --আফতাব (আলাপ) ১৫:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

lekha delite[সম্পাদনা]

amar lekha ki karone delite korlen amar pata N.K.Mondal ATAPAKA (আলাপ) ১১:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া ব্যক্তিগত বিজ্ঞাপণ প্রচারের স্থান নয়। - Ashiq Shawon (আলাপ) ১৩:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

পরীক্ষিত করুন[সম্পাদনা]

আশুরা পাতায় আমার করা সম্পাদনাটি অমীমাংসিত হয়ে আছে অনেকদিন থেকে। পরীক্ষিত করে দিন। 103.91.53.1 (আলাপ) ১৩:৫১, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৩:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
অনেক ধন্যবাদ। জানানোর সাথে সাথেই করে দিলেন! 103.91.53.1 (আলাপ) ১৩:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অগঠনমূলক সম্পাদনা প্রতিরোধ[সম্পাদনা]

ঈদে মিলাদুন্নবী -এর জন্য স্থিতিশীল সংস্করণের সেটিং নির্ধারণ করতে অনুরোধ করছি। অগঠনমূলক সম্পাদনা করা হচ্ছে। Ahmad ০৭:৫৫, ৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

করা হয়েছে। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০৮:২০, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অয়ন-জিমি[সম্পাদনা]

অয়ন-জিমি পাতাটি অপসারিত হয়েছে (স১২: দ্ব্যর্থহীন কপিরাইট লঙ্ঘন: https://bangla.bdnews24.com/kidz/2014/11/29/--2 - হতে কপি। কপি করেছিলাম, কিন্তু ট্যাগ লাগানোর পরে প্রায় সকল লেখা বদলে দিয়েছিলাম। Nazmus Sakib Rabbi (আলাপ)

দ্ব্যর্থহীন কপিরাইট উপাদান পাওয়ায় মুছে ফেলা হয়েছে। আপনি কেবল ২/৩টি লাইন বাদ দিয়েছেন; কিন্তু ভাষা বদল করেননি। হুবহু প্রতিলিপি ছিলো অধিকাংশটিই। - Ashiq Shawon (আলাপ) ০৮:১৯, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
দুই বা তিনটি বইয়ের কাহিনী সংক্ষেপ সম্ভবত একই ছিল, বাকিগুলো তো পরে এডিট করেছিলাম। পরে টুল দিয়ে চেক করে 6% এর মত মিল পেয়েছিলাম। বইয়ের তালিকা আর প্রকাশ সাল এগুলো তো একই থাকবে। Nazmus Sakib Rabbi (আলাপ) ১২:৩৮, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
জ্বি, তা থাকবে; কিন্তু হুবহু প্রায় সবগুলো বাক্যই নয়। - Ashiq Shawon (আলাপ) ১৫:৪৭, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলকুচি, সিরাজগঞ্জ[সম্পাদনা]

জনাব শুভেচ্ছা নিবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলকুচি, সিরাজগঞ্জ নিবন্ধনটি মুছে ফেলা হয়েছে, কারন হিসাবে দেখানো হয়েছে (নি৭: এই কোম্পানি, কর্পোরেশন, প্রতিষ্ঠান অথবা দল, গুরুত্ব নির্ধারনের জন্য যথেষ্ট পরিমান তথ্য নেই , দয়া করে নিবন্ধনটি আরও একবার দোখে নিতে পারেন, আমার মনে হয় ওখানে যথেষ্ট পরিমান তথ্য ছিলো, ধন্যবাদ Marufacc (আলাপ) ১৮:২৪, ১৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্ব নির্ধারণের জন্য তথ্য নেই মানে তথ্যের ঘাটতি এমনটি নয়; বরং ঠিক কি কারণে নিবন্ধটি বিশ্বকোষীয় তা বোঝানো হয়েছে। একটি থানা স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা পরিষদ ভবন, উপজেলা পুলিশ দপ্তর - ইত্যাদি সরকারি অবকাঠামোর বিশ্বকোষীয় গুরুত্ব কতটুকু তা উল্লেখ করতে হবে। বিশেষ কোনো ঐতিহাসিক ভবনে বা ঐতিহাসিক ঘটনা ব্যতীত এই ধরণের প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধ উল্লেখযোগ্যতার মানদন্ড পেরোয় না বলে মুছে ফেলা হয় সরাসরি। এখানে উল্লেখ্য যে, এই নিবন্ধটি ইতিপূর্বেও বেশ কয়েকবার মুছে ফেলা হয়েছে। উইকিপিডিয়ায় লেখার জন্য বিশ্বকোষীয় মানের বিষয় নির্ধারণ করে কাজ করুন - এধরণের স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় বা বিশ্ব পর্যায়ে উল্লেখযোগ্যভাবে পরিচিত না হলে সরাসরি মুছে ফেলা হয়, সাধারণত। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৯:০৭, ১৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সৈয়দ আশরাফুল পাপিয়া[সম্পাদনা]

ভাই, এটা কি ভুল করে মুছে দিলেন? ব্যবহারকারীতো মাত্র তৈরি করছে আর নিবন্ধতো উল্লেখযোগ্য। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৩, ১৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় নাহিদ, একই নিবন্ধ দুইটি তৈরি করেছে; ভুল নামেরটি মুছে দিয়েছি - শুদ্ধ বানানেরটি এখনও আছে। - Ashiq Shawon (আলাপ) ১০:৪৬, ১৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

দারি ভাষা[সম্পাদনা]

সুধি, আপনি দারি ভাষা এবং দরি ভাষা পাতাগুলোতে আমার করা সম্পাদনা থেকে আবার পূর্বাবস্থায় নিয়ে গেছেন। দারি ভাষা পাতাতে ফার্সি ভাষা নিবন্ধে পুননির্দেশিত করা আছে। কিন্তু দারি ভাষার নিজস্ব একটি নিবন্ধ করা যেতে পারে। তাই আমি পাতাটা থেকে বিষয়বস্তু মুছে ফেলেছিলাম। যদিও আমি কারনটা লিখিনি, সেটা হয়ত ভুল করেছি। আর দরি ভাষা পাতাটা দারি ভাষা পাতায় পুননির্দেশ করবে। কিন্তু এটাও ফার্সি ভাষা পাতায় পুননির্দেশিত করা আছে। আপনি যদি মনে করেন পাতা দুটোকে অপসারণ করতে পারেন। আর না হয় অন্তত দরি ভাষা পাতাটাকে দারি ভাষা নিবন্ধে পুননির্দেশ করে দিন। ধন্যবাদান্তে য় (আলাপ) ১৪:৪১, ২০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় তনয়, যতটুকু জানি দারি ভাষা বলতে আফগান অঞ্চলে ব্যবহৃত ফার্সিকে বোঝায়; এটি ফার্সি ভাষার একটি কথ্যরূপ। যেমনটি সিলেটী ভাষা বললেও এটি আসলে নাগরী ভাষা। আপনি ঠিক কিসের ভিত্তিতে আলাদা ভাষা বলছেন তা বোধগম্য হচ্ছে না। তবুও আপনার অনুরোধ রাখলাম। আপাতত, আমি উভয় নিবন্ধ মুছে দিচ্ছি; আপনি দারি ভাষা নিবন্ধটি লিখে ফেলুন। পরবর্তীতে দরি ভাষা নিবন্ধ তৈরি করে তাকে পুনর্নির্দেশ করা যাবে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৪:৪৯, ২০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
সুধি, আমি "দারি ভাষা"-কে ঠিক *আলাদা ভাষা বলিনি কারণ আমি জানি দারি ফার্সিরই অন্য এক রূপ। আমি শুধু বলেছি ওই "ভাষা"-র নিজস্ব একটা নিবন্ধ লেখা যেতে পারে। যাইহোক, আপনি নিবন্ধগুলো অপসারণ করেছেন, তার জন্য ধন্যবাদ। তবে এই মূহুর্তে আমি দারি ভাষার কোন নিবন্ধ শুরু করতে পারছি না, ভবিষ্যতে লেখার ইচ্ছে আছে। য় (আলাপ) ১৬:০১, ২০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় তনয়, এক্ষেত্রে তাহলে উক্ত নিবন্ধগুলো থাকা যৌক্তিক এবং আপনি যদি লিখতে চান তাহলে কেবল রিডাইরেক্ট অংশটিকে মুছে দিয়ে পুনরায় সম্পাদনা করলেই হবে। যেহেতু একই ভাষা, কাজেই আমি নিবন্ধদ্বয় ফিরিয়ে আনছি। - Ashiq Shawon (আলাপ) ০৭:৪৪, ২১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ![সম্পাদনা]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:২৪, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্যে একটি পদক[সম্পাদনা]

পুরুষ কেন মুরগী
সুপ্রিয় উইকিপিডিয়ান, গত ৩০ দিনে বাংলা উইকিপিডিয়া আপনার সর্বমোট কর্মের সংখ্যা ১৮৮টি। সংসাারের পাশাপাশি উইকিতেেও কাজ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধশালী করে তুলুন। ফেরদৌস১৮:২৪, ২৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

সুপ্রিয়! গত ফেব্রুয়ারিতে রাজীব হাসান অপসারণ প্রস্তাবনাতে আপনি মন্তব্য রেখেছিলেন। যাতে ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়নি। তাই, ২য় মনোনয়নে রাজীব হাসান নিবন্ধ অপসারণের আলোচনা শুরু করেছি। আপনার সুচিন্তিত মন্তব্য কাম্য! আ হ ম সাকিব বার্তা ১৯:০২, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

একটি বাড়ি একটি খামার প্রকল্প নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

একটি বাড়ি একটি খামার প্রকল্প নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/একটি বাড়ি একটি খামার প্রকল্প পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। NahidHossain (আলাপ) ০৬:১২, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০৭:২৬, ৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এল. কে. সিদ্দিকী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

এল. কে. সিদ্দিকী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এল. কে. সিদ্দিকী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:২১, ৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০৭:২৭, ৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন