বিহঙ্গ দ্বীপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিহঙ্গ দ্বীপ
স্থানীয় নাম:
ধানসির চর
ভূগোল
অবস্থানবলেশ্বর নদী
প্রশাসন
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরগুনা জেলা
উপজেলাপাথরঘাটা উপজেলা
অতিরিক্ত তথ্য
সময় অঞ্চল

বিহঙ্গ দ্বীপ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বঙ্গোপসাগরে বলেশ্বর নদীর একটি দ্বীপ।[১][২][৩] দ্বীপটি বহু আগে জেগে উঠলেও সম্প্রতি এর নামকরণ করা হয় বিহঙ্গ দ্বীপ। স্থানীয়দের কাছে এটি ধানসির চর নামে পরিচিত। একসময় এ দ্বীপে প্রচুর ধানসি জন্মাত। এটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন থেকে অতি নিকটে অবস্থিত।

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

পশ্চিমে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পূর্বে পাথরঘাটা উপজেলা, উত্তরে একাংশে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন অপরাংশে সুন্দরবন এবং দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যবর্তী বলেশ্বর নদের উপর বিহঙ্গ দ্বীপ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বলেশ্বরের বুকে জেগে ওঠা 'বিহঙ্গ দ্বীপ'"banglanews24.com। ২০১৮-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮ 
  2. "বরগুনার বিহঙ্গ দ্বীপ"। ২০১৮-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮ 
  3. "পাথরঘাটার বলেশ্বরের বুক সৌন্দর্যে ঘেরা 'বিহঙ্গ দ্বীপ' (ভিডিও সহ)"পাথরঘাটা নিউজ। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৮