আলাপ:গাণিতিক প্রতীকের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Uchchwhash কর্তৃক ১৭ বছর পূর্বে

টেবিলে শুধু ইংরেজী কেন? এটা বাংলা উইকিপিডিয়া, আমাদের বাংলা ব্যবহার করা উচিত, সাথে ইংরেজী থাকলে ভাল হয়।-------- ধন্যবাদ।---- মুনতাসির(আলাপ)

বাংলা করে দিন ... --রাগিব (আলাপ | অবদান) ১৯:০৩, ৪ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

কিন্তু ইউনিকোড ছাড়াও তো উইকিফর্ম্যাটিং করা যায়, TeX দিয়ে! চেষ্টা করবো? --ইমাম তাশদীদ উল আলম ০৪:১৮, ১৭ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

সারণি[সম্পাদনা]

কলাম ও সারির সমন্বয়ে গঠিত ঘরসমূহকে সারণি বা টেবিল বলা হয়। এ সকল ঘরে কোন বিষয়বস্তু বা তথ্য যেমন নাম, পরিচয়, সংখ্যা, হিসাব, চিত্র, মন্তব্য ইত্যাদি কম জায়গায় সাজিয়ে পরিবেশন করা হয়। সাজানো তথ্য পরিবেশন ছাড়া অন্যান্য ক্ষেত্রেও সারণি ব্যবহৃত হয়।


শেখর কে. বিশ্বাস