বাহুলী পিটিআই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাহুলী পিটিআই বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া পৌরসভা আওতাধীন একটি ওয়ার্ড।

বাহুলী
পটিয়া পৌরসভা
৭ নং বাহুলী পিটিআই
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম
জেলাচট্টগ্রাম
উপজেলাপটিয়া উপজেলা
সরকার
 • কাউন্সিলরমোহাম্মদ কামাল উদ্দিন বেলাল (আওয়ামী লীগ)
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি)
 • মোট৮,৮৪৯
সাক্ষরতার হার
 • মোট৭১.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

আয়তন[সম্পাদনা]

এই ওয়ার্ডের আয়তন ২.৫ বর্গকিমি।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

পটিয়া পৌরসভার শেষাংশে বাহুলী পিটিআই ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে রয়েছে ৬নং পাইকপাড়া ওয়ার্ড, পূর্বে হাইদগাঁও ইউনিয়ন, দক্ষিণে ৮নং দক্ষিণ গোবিন্দারখীল ওয়ার্ড ও উত্তরে কচুয়াই ইউনিয়ন

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, এই ওয়ার্ডে পরিবারের সংখ্যা ৯২৮টি। মোট জনসংখ্যা ৮,৮৪৯ জন। তার মধ্যে পুরুষ ২,৪২২ জন এবং নারী ২,৪২৭ জন।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই ওয়ার্ডের সাক্ষরতার হার ৭১.৯%। এখানে ১টি কামিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি পিটিআই রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
  • বাহুলী উচ্চ বিদ্যালয়
প্রশিক্ষণ কেন্দ্র
  • পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

এই ওয়ার্ডে প্রায় ৯টি মসজিদ রয়েছে। তন্মধ্যে পটিয়া উপজেলার বৃহত্তম মসজিদ হযরত শাহচান্দ আউলিয়া জামে মসজিদ এই ওয়ার্ডে অবস্থিত।

মুক্তিযুদ্ধে[সম্পাদনা]

১৯৭১ সালের ২৩ এপ্রিল শুক্রবার পাকিস্তানি হানাদার বাহিনী বাহুলী মিত্র পাড়ায় ঢুকে একদিনে ১০/১ ২জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দেয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওই এলাকার বধ্যভূমিটি আজোও অরক্ষিত। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ওয়ার্ডে বধ্যভূমি এলাকায় দৃষ্টিনন্দন একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।[১]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • হযরত শাহচান্দ আউলিয়া (রহঃ) ও মৌলানা নুরুল হক শাহ (রহ)'র মাজার শরীফ।
  • শ্রীমাই খাল।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  • আল্লামা ছৈয়দ নুরুল হক শাহ (রহ.) – সুফি সাধক

কাউন্সিলর[সম্পাদনা]

কাউন্সিলর রাজনৈতিক দল নির্বাচন সন
মোহাম্মদ কামাল উদ্দিন বেলাল বাংলাদেশ আওয়ামী লীগ ২০২১

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পটিয়া বাহুলী মিত্র পাড়া গণহত্যা দিবস আজ"www.mohanagarnews.com। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]