বরাক উপত্যকা প্রকৌশল মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরাক উপত্যকা প্রকৌশল মহাবিদ্যালয়
Barak Valley Engineering College
ধরনসরকারি প্রকৌশল মহাবিদ্যালয়
স্থাপিত২০১৭
অধ্যক্ষড° এম. এইচ. মজুমদার
স্নাতকপ্রতিবছরে ১২০ জন
অবস্থান, ,
সংক্ষিপ্ত নামBVEC
অধিভুক্তিআসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.bvec.in

বরাক উপত্যকা প্রকৌশল মহাবিদ্যালয় ২০১৭ সালে আসামের করিমগঞ্জ জেলায় আসাম সরকার প্রতিষ্ঠা করে। ২০১১ সাল ২ মার্চ তারিখে তখনকার আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিজে প্রস্তাবিত এই মহাবিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। [১]

মহাবিদ্যালয়টি ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (Computer Science and Engineering) এবং অণুবিদ্যুৎ ও দূরসংযোগ প্রকৌশল (Electronics and Telecommunication Engineering) বিভাগে চার বছরের স্নাতক পাঠক্রম দেওয়া আরম্ভ করে। মহাবিদ্যালয়টি সর্ব ভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদের (All India Council for Technical Education) (AICTE) স্বীকৃতিপ্রাপ্ত।

এটি আসামের পঞ্চম রাজ্য সরকারের দ্বারা প্রতিষ্ঠিত প্রকৌশল মহাবিদ্যালয় এবং বরাক উপত্যকার প্রথম।

শিক্ষা[সম্পাদনা]

বরাক উপত্যকা প্রকৌশল মহাবিদ্যালয়টি কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (Computer Science and Engineering) এবং অণুবিদ্যুৎ এবং দূরসংযোগ প্রকৌশল (Electronics and Telecommunication Engineering) বিভাগে চার বছরের স্নাতক পাঠক্রম পড়ায়।

বিভাগ সময় আসন
কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল ৪ বছর ৬০
অণুবিদ্যুৎ ও দূরসংযোগ প্রকৌশল ৪ বছর ৬০

ভর্তি[সম্পাদনা]

২০১৭ সালে এই পরীক্ষা আসামের প্রযুক্তি শিক্ষা আয়ুক্ত অনুষ্ঠিত করেন।

  • প্রকৌশল শিক্ষার ডিপ্লোমাপ্রাপ্ত শিক্ষার্থী স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করতে আসাম প্রযুক্তি শিক্ষা আয়ুক্ত অনুষ্ঠিত সংযুক্ত পার্শ্বীয় প্রবেশিকা পরীক্ষার (Joint Lateral Entrance Examination) (JLEE) দ্বারা ভর্তি করতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Foundation stone"। এপ্রিল ২২, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১৭