ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ মহাবিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত১৫ জুন ১৯৪৫
অধ্যক্ষডঃ শশীকান্ত শইকীয়া
অবস্থান
শিক্ষাঙ্গননাগরিক
সংক্ষিপ্ত নামDHSK College
অধিভুক্তিডিব্রুগড় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.dhsk.org
মানচিত্র

ডিব্রুগড় হনুমানবক্স সুরজমল কানৈ মহাবিদ্যালয় ১৯৪৫ সাল ১৫ জুনে ডিব্রুগড়-এর কদমনিতে প্রতিষ্ঠা করা হয়েছিল। মহাবিদ্যালয়টির স্নাতক মহল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর মাধ্যমিক পাঠক্রম আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ-এর অন্তর্ভুক্ত। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ নিজেই এই মহাবিদ্যালয় উদ্বোধন করেছিলেন। প্রথমে এই মহাবিদ্যালয় ডিব্রুগড় মহাবিদ্যালয় নামে পরিচিত ছিল। পরে ১৯৫৭ সালে এই মহাবিদ্যালয়টির দাতা হনুমানবক্স সুরজমল কানৈর নামে নামকরণ করা হয়।

অবস্থান[সম্পাদনা]

মহাবিদ্যালয়টি ডিব্রুগড়ের কদমনির কেশব চন্দ্র গগৈ পথে অবস্থিত। ৩৭ নং জাতীয় সড়ক মহাবিদ্যালয়টির কাছ দিয়ে পার হয়ে গিয়েছে। ডিব্রুগড় রেল স্টেশন এবং ডিব্রুগড় বিমানবন্দর মহাবিদ্যালয়টি থেকে যথাক্রমে ৫ এবং ১৬ কি.মি. দূরে অবস্থিত।

শিক্ষা[সম্পাদনা]

মহাবিদ্যালয়টি কলা এবং বিজ্ঞান শাখায় দুবছরের উচ্চতর মাধ্যমিক এবং তিন বছরের স্নাতক পাঠক্রম দেয়। উচ্চতর মাধ্যমিক পাঠক্রম আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্নাতক পাঠক্রম ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়-এর অধীনে।

বিভাগসমূহ[সম্পাদনা]

  • ইংরাজী বিভাগ
  • অসমীয়া বিভাগ
  • বাংলা বিভাগ
  • সংস্কৃত বিভাগ
  • শিক্ষা বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • বাণিজ্য বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • রাজনীতি বিজ্ঞান বিভাগ
  • নৃতত্ব বিভাগ
  • ভূগোল বিভাগ
  • দর্শন বিভাগ
  • হিন্দী বিভাগ
  • গণিত বিভাগ
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
  • প্রাণী বিজ্ঞান বিভাগ
  • রসায়ন বিভাগ
  • পদার্থ বিজ্ঞান
  • কম্পিউটার বিজ্ঞান বিভাগ
  • পরিসংখ্যা বিজ্ঞান বিভাগ[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]