ফুজাইল আহমদ নাসিরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা

ফুজাইল আহমদ নাসিরী
জামিয়া ইমাম মুহাম্মদ আনোয়ার শাহএর উপ-প্রশাসক
অফিসে
১০ জানুয়ারি ২০১৮ থেকে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1978-05-13) ১৩ মে ১৯৭৮ (বয়স ৪৫)
ধর্মইসলাম
প্রধান আগ্রহউর্দু সাহিত্য, উর্দু কব্য
উল্লেখযোগ্য কাজহাদিস-ই-আম্বার, তাফহিম-ই-ইলহামি, তাফহিম-উল-মায়বজি
যেখানের শিক্ষার্থীদারুল উলুম দেওবন্দি
ছদ্মনামআম্বার নাসিরি
মুসলিম নেতা
যার দ্বারা প্রভাবিত
পুরস্কারআল্লামা ইকবাল পুরস্কার, মাওলানা আনজার শাহ কাশ্মীরি পুরস্কার

ফুজাইল আহমদ নাসিরি (উর্দু: مولانا فضیل احمد ناصری‎‎) একজন সুন্নি ইসলামী পণ্ডিত এবং উর্দু লেখক এবং ভারতের বিহারের কবি। [১] তিনি দেওবন্দের জামিয়া ইমাম আনোয়ার শাহে অধ্যাপনা করেন।[২]

জন্ম[সম্পাদনা]

ফুজাইল আহমদ নাসির গঞ্জ নামের ধর্মীয় পরিবারে ভারতের বিহারের দ্বারভাঙ্গারে জন্মগ্রহণ করেন।তাঁর বড় দাদার ভাই শাহ মুনাওয়ার আলী দারভাঙ্গভি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির শিষ্য ছিলেন। ফুজাইল আহমদের পিতা জামিল আহমদ নাসিরি (১৯৩৩-২০১৪) দারুল উলূম মাউয়ের প্রথম দিকের স্নাতকদের মধ্যে একজন।

শিক্ষা[সম্পাদনা]

ফুজাইল আহমদ নাসিরী তার প্রাথমিক শিক্ষা বিহারের শহর মধুবাণীতে মেহের-উল-উলুম নামক তার পিতার মাদ্রাসায় শেষ করেন। কারী সাব্বির আহমদ অধীনে উত্তরপ্রদেশের দিনিয়া গাজিপুর মাদ্রাসা এবং পরে বিহারের দ্বারভাঙ্গার ইসলামিয়া মাদ্রাসায় পড়াশুনা করেন। তিনি ১৯৯৯ সালে দারুল উলূম দেওবন্দ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১][২][৩]

পরিচিতি[সম্পাদনা]

অল ইন্ডিয়া তানজিম উলামায়ে হক মিলি কনভেনশন চলাকালীন ২০১৪ সালে আহমদকে মাওলানা আনজার শাহ কাশ্মীরি পুরস্কার প্রদান করেন। তিনি মুম্বাইয়ের কুরআন প্রতিযোগিতায় ২ মার্চ ২০১৮তে আল্লামা ইকবাল পুরস্কার পেয়েছেন। [৪][৫]

পেশা[সম্পাদনা]

ফুজাইল আহমদ ১৯৯৯ সালের জুলাই মাসে শিক্ষকতা শুরু করেন।[২] তিনি মীরা রোডের দারুল উলূম আজিজিয়ায় শিক্ষকতা চার বছর করেছেন। এই সময়ে তিনি দু'বছর ধরে উর্দু টাইমসের নিয়মিত কলামিস্ট ছিলেন এবং তাঁর নিবন্ধগুলি রোজনামা ইনকেলাবে প্রকাশিত হয়ে।[১] পরে তিনি গুজরাটের আহমেদাবাদে ফয়জান-আল-কুরআন এবং জামিয়া দারুল কুরআন মাদ্রাসায় প্রায় চার বছর শিক্ষকতা করেন। ২০০৮ সাল থেকে তিনি দেওবন্দের জামিয়া ইমাম আনোয়ার শাহে হাদীস শিখিয়েছেন। ফুজাইল আহমদ ১০ জানুয়ারী ২০১৮ থেকে জামিয়ায় শিক্ষার উপ-প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করন।

কাব্য রচনা[সম্পাদনা]

১৯৯৬ সালে, ফুজাইল আহমদ কবিতা লেখা শুরু করেন। তিনি আলাদা আলাদা উচ্চারণের অধিকারী কালীম আজিজের শিষ্যদের মধ্যে ছিলেন।[১]

তাঁর প্রথম কাব্যগ্রন্থ হামদ, নাত, নাজম, গজল ইত্যাদি নিয়ে গঠিত হাদিস-ই-আম্বর যেটা আড়াইশ পৃষ্ঠার বেশি ছিল। হত্যার চেষ্টায় বেঁচে যাওয়ার পরে তিনি মুহাম্মদ তাকী উসমানীকে নিয়ে একটি কবিতা লিখেন।[৬] হাফিজ ফাসেহ আসিফ স্এই কবিতাটি গেয়েছিলেন এবং এটি মেসেজ টিভিতে প্রকাশিতও হয়েছিল। [৭]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

  • হাদিস-ই-আম্বার [৮]
  • তাফহিম-ই-ইলাহমি (মুনতাখাব আল-হুসামির উর্দু ভাষ্য)
  • তাফহিম-উল-মায়বজি (মায়বজির উর্দু ভাষ্য)
  • পাছাসি সালা ফানকার: আপন আয়য়ন মাই (ওয়াহিদুদ্দিন খানের সমালোচনা পর্যালোচনা)

আরও দেখুন[সম্পাদনা]

মন্তব্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dr Ejaz Arshad Qasmi। Ulama-e-Deoband Ki Urdu Shayri (Urdu ভাষায়) (June 2017 সংস্করণ)। Creative Star Publications, Jamia Nagar, New Delhi। পৃষ্ঠা 191-201। 
  2. Nayab Hasan Qasmi। Darul Uloom Deoband Ka Sahafati ManzarNama। Idara Tehqeeq-e-Islami, Deoband। পৃষ্ঠা 311-313। 
  3. "View: Dirty politics in Deoband"। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  4. "مولانا فضیل احمد ناصری علامہ اقبال ایوارڈ سے سرفراز"MillatTimes.com। ১৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯ 
  5. "مولانا فضیل احمد ناصری علامہ اقبال ایوارڈ سے سرفراز"JahaziMedia.com। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Monthly Al-Balagh" (Urdu ভাষায়)। Darul 'Uloom Karachi|Jamia Darul Uloom Karachi: 91। 
  7. "Tribute to Mufti Taqi Usmani - Hafiz Fasih Asif - Beautiful Nazam about Mufti Taqi Usmani"YouTube। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯ 
  8. Fuzail Ahmad Nasiri। Hadith-e-Ambar (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯