ফারজানা ইয়াসমিন অনন্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফারজানা ইয়াসমিন অনন্যা
জন্ম০৬ জুলাই ২০০০
শিক্ষাজেন্ডার বিদ্যা
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশামডেল, রাজনীতিবিদ
কর্মজীবন২০২০ - বর্তমান
উচ্চতা১৬৮ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
উপাধিমিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩
পুরস্কারমিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩
(জয়ী)
মিস ইন্টারন্যাশনাল ২০২৩
(Unplaced)
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০
(1st Runner-Up & Miss Congeniality)

ফারজানা ইয়াসমিন অনন্যা (জন্ম:৬ জুলাই ২০০০ ) একজন বাংলাদেশী মডেল এবং দেশের প্রথম মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তিনি মিস ইন্টারন্যাশনাল ২০২৩ বিউটি পেজেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন এবং ২০১৯ সালে তিনি অন্য একটি শীর্ষস্থানীয় বিউটি পেজেন্ট মিস ওয়ার্ল্ড বাংলাদেশেরও অংশগ্রহণকারী ছিলেন।[১]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

ফারজানা ইয়াসমিন আন্না বাংলাদেশের যশোর, খুলনার একজন ব্যক্তি, যিনি তার প্রাথমিক শিক্ষার জন্য দাউদ পাবলিক কলেজে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষা গ্রহণ করেন। যেখানে তিনি নারী ও জেন্ডার স্টাডিতে বিশেষায়িত হন। ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনন্যা।[২] [৩]

পেজান্ট্রি[সম্পাদনা]

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০[সম্পাদনা]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অংশগ্রহণকারী ফারজানা ইয়াসমিন অনন্যা মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যেখানে তিনি প্রথম রানার আপের অবস্থান অর্জন করেছিলেন। উপরন্তু, আনানাকে মিস কনজেনিয়ালিটি খেতাব দেওয়া হয়েছিল।[৪]

মিস ইন্টারন্যাশনাল ২০২৩[সম্পাদনা]

রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত আঞ্চলিক প্রতিযোগিতায় মুকুট পরিয়ে 'মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩ সালে খেতাব অর্জন করেন ফারজানা ইয়াসমিন অনন্যা। [৫] ৯ অক্টোবর, ২০২৩ সালে।ব

তিনি টোকিওতে আয়োজিত মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ৬১তম সংস্করণের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাপানে যাত্রা শুরু করেন।[৬] [৭] ৭০টি দেশের প্রতিনিধিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, মিস ইন্টারন্যাশনাল ২০২৩ সুন্দরী প্রতিযোগিতায় আন্না বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন।[৮] [৯] [৬]

দাতব্য কাজ[সম্পাদনা]

কোভিড-১৯[সম্পাদনা]

কোভিড-১৯ মহামারী চলাকালীন, ফারজানা ইয়াসমিন অনন্যা সক্রিয়ভাবে অভাবীদের সহায়তায় নিযুক্ত ছিলেন।[১০] মহামারী দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের প্রতিক্রিয়া হিসাবে, তিনি প্রায় ৭০০ বেকার ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়ে সহায়তা বাড়িয়েছিলেন।[১১]

১ এপ্রিল থেকে ৪ এপ্রিল, ২০২০ এর মধ্যে, অনন্যা চার শতাধিক পরিবারকে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলির মতো প্রয়োজনীয় জিনিসগুলি সরবরাহ করেছিল।[৩] [১২]

খুলনা বন্যা[সম্পাদনা]

অনন্যা যশোর থেকে প্রায় পাঁচ ঘণ্টা দূরে খুলনার সুন্দরবন উপকূলে কয়রা এলাকায় যান। এই পরিদর্শনের সময়, তিনি অসুবিধার সম্মুখীন পরিবারগুলিকে ত্রাণ সহায়তা প্রদান করেন।[১৩]

সিলেটের বন্যা[সম্পাদনা]

আনানা ২০২২ সালের জুন মাসের শেষ সপ্তাহে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জীবনযাত্রার প্রয়োজনীয় সামগ্রী বিতরণে সহায়তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রের সমন্বয়ে একটি দলকে একত্রিত করেন।[১৪]

রাজনীতি[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই রাজনীতিতে যোগ দেন আনানা। রবিবার (৩১ জুলাই, ২০২২) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক ভট্টাচার্য্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপ-সম্প্রদায় বিষয়ক সম্পাদক পদে ফারজানা ইয়াসমিন আনানাকে মনোনয়নের ঘোষণা দেন। তার বাবা ১৯৭৬ সাল থেকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। গত সাত বছর ধরে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত পাঁচ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য।[১৫] [১৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Proud to be first-ever Bangladeshi participant at Miss International: Farzana Yasmin Ananna"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-১০। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৮ 
  2. আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে জাপানের পথে অনন্যা, জাপানী রাষ্ট্রদূতের শুভেচ্ছা | আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে জাপানের পথে অনন্যা, জাপানী রাষ্ট্রদূতের শুভেচ্ছা #missinternationalbangladesh2023 #Japanembassy... | By Amader Shomoy | Facebook (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  3. জাপান যাচ্ছেন সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অনন্যা | Miss Universe Bangladesh | মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিযোগিতার এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা ইয়াসমিন অনন্যা। উইমেন অ্যান্ড জেন্ডার... | By Ekhon TV | Facebook (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  4. "'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০' মিথিলা"দৈনিক ইত্তেফাক। ২০২১-০৪-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  5. "Bangladesh's modelling industry is one of the safest places for women: Ananna"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৮ 
  6. "ওখানে সবাই আমাকে 'বাংলাদেশ' বলেই ডাকবে!"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৮ 
  7. "বিশ্বসেরা সুন্দরী হতে লড়বেন বাংলাদেশের অনন্যা"Somoy News 
  8. tareq (২০২৩-১০-১১)। "Proud to be first-ever Bangladeshi participant at Miss International: Farzana Yasmin Ananna"OurtimeBD। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  9. "আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে জাপানের পথে অনন্যা"banglanews24.com। ২০২৩-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৮ 
  10. অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাবি শিক্ষার্থী অনন্যা | যশোরে নিজ এলাকায় কাজ কর্মহীন ৭০০ মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন অনন্যা। রমজানে প্রতিদিন দুইশ... | By Daily Jugantor | Facebook (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৮ 
  11. "করোনায় ঢাবি ছাত্রী অনন্যার মানবিকতা"www.kalerkantho.com। মে ২০২০। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৮ 
  12. "খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে ঢাবি ছাত্রী অনন্যা"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  13. "এবার ত্রাণ নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে ঢাবি ছাত্রী অনন্যা"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  14. সিলেটের বানভাসী মানুষের পাশে ফারজানা ইয়াসমিন অনন্যা | সিলেটের বানভাসী মানুষের পাশে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন মিস বাংলাদেশ ইউনিভার্স ২০২০'এর প্রথম রানার্সআপ ফারজানা ইয়াসমিন অনন্যা। তিনি... | By Samakal | Facebook (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  15. "কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে মিস ইউনিভার্স এর প্রথম রানার্স-আপ অনন্যা"www.somoytribune.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬ 
  16. "রাজনীতি ও মডেলিংয়ে সমানতালে অনন্যা"ABNEWS24। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৬