প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর

স্থানাঙ্ক: ৪৪°০০′ উত্তর ৬°০০′ পূর্ব / ৪৪.০০০° উত্তর ৬.০০০° পূর্ব / 44.000; 6.000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর
ফ্রান্সের অঞ্চল
প্রোভঁস-আল্প-কোত দাজ্যুরের পতাকা
পতাকা
প্রোভঁস-আল্প-কোত দাজ্যুরের অফিসিয়াল লোগো
লোগো
দেশ ফ্রান্স
দপ্তরMarseille
বিভাগ
সরকার
 • প্রেসিডেন্টMichel Vauzelle (PS)
আয়তন
 • মোট৩১,৪০০ বর্গকিমি (১২,১০০ বর্গমাইল)
জনসংখ্যা (2010-01-01)
 • মোট৪৯,৫১,৩৮৮
 • জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল)
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+১)
 • গ্রীষ্মকালীন (দিসস)সিইডিটি (ইউটিসি+২)
এনইউটিএস অঞ্চলFR8
ওয়েবসাইটregionpaca.fr

প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর (pʁɔvɑ̃s alp kot dazyʁ; প্রোভঁসা: Provença-Aups-Còsta d'Azur / Prouvènço-Aup-Costo d'Azur) বা পিএসিএ হচ্ছে ফ্রান্সের ২২টি রেজিওঁর একটি।

দক্ষিণ পূর্ব ফ্রান্সে এটির মোট ছয়টি দেপার্ত্যমঁ রয়েছে। এর পূর্ব দিকে রয়েছে ইতালীয় সীমান্ত, এবং দক্ষিণে ভূমধ্যসাগর ও মোনাকো অবস্থিত। এছাড়া এর উত্তর দিকে রয়েছে ফ্রান্সের রোন-আল্প, এবং পশ্চিমে রয়েছে লংগ্‌দক-রুসিয়্যোঁ। রোন নদীর মাধ্যমে এটির পশ্চিম অংশের সীমান্ত নির্ধারিত হয়েছে।

অর্থনৈতিক দিক থেকে প্রোভঁস-আল্প-কোত দাজ্যুর ফ্রান্সের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এর আগে রয়েছে ইলে-দে-ফ্রঁস ও রোন-আল্প। ২০০৬ সালের এর জিডিপির পরিমাণ ছিলো ১,৩০,১৭৮ মিলিয়ন ইউরো। যা গড় করলে মাথাপিছু জিডিপির পরিমাণ দাঁড়ায় ২৭,০৯৫ ইউরো।

মূল জনগোষ্ঠী[সম্পাদনা]

এই রেজিওঁর সর্ববৃহৎ শহরগুলো হচ্ছে মার্সেইলি, নিস, ও তুলন, অ্যাক্স-এন-প্রোভঁস। ১৯৯৯ সালের আদমশুমারি অনুযায়ী প্রত্যেকটি শহরের জনসংখ্যাই ১ লক্ষের ওপর। নিসের মেট্রোপলিটান অঞ্চল হচ্ছে এই রেজিওঁর সবচেয়ে ধনী অঞ্চল।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]