বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:রেলগাড়ি/নির্বাচিত নিবন্ধ/১২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভিয়েনতিয়েন রেলওয়ে স্টেশন (লাও: ສະຖານີ ນະຄອນຫລວງວຽງຈັນ) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের একটি রেলওয়ে স্টেশন। এটি চীনের ইউনান প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর বোটেনের সাথে লাওসের সংযোগকারী চীন-লাওস আন্তঃদেশীয় ৪২৬ কিলোমিটার দীর্ঘ বোটেন-ভিয়েনতিয়েন রেলপথের লাওস অংশের দ্বিতীয় স্টেশন। এটি রেলপথের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন। চায়না রেলওয়ে কন্সট্রাকশন গ্রুপ স্টেশনটি নির্মাণ করে। এটি চীনের এক অঞ্চল, এক পথ যোগাযোগ মহাপরিকল্পনার অংশ। স্টেশনটি ২০২১ সালের ৩ ডিসেম্বরে উদ্বোধন ও সেবাদান শুরু করে।