প্রবেশদ্বার:বঙ্গ/নির্বাচিত চিত্র/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৃতিত্ত্ব: মাইকেল জেনিচ
সেন্ট পল্‌স ক্যাথিড্রাল (ইংরেজি: St. Paul's Cathedral) ভারতের কলকাতা শহরের প্রাচীন একটি গির্জা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন-রবীন্দ্র সদন কমপ্লেক্স ও বিরলা প্ল্যানেটারিয়ামের পাশেই অবস্থিত এটি শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। ইন্দো-গথিক ধাঁচের ভবনটি নকশা করেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিংস-এর মেজর উইলিয়াম নেইম ফর্ব্‌স।