প্রবেশদ্বার:ফুটবল/নির্বাচিত দল/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Argentina) বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করে। এটি আর্জেন্টিনার ফুটবল সংস্থা (এএফএ) দ্বারা পরিচালিত। এস্তাদিও মনুমেন্টাল আন্তোনিও বেস্পুসিও লিবের্তি হচ্ছে আর্জেন্টিনার ঘরের মাঠ, যেখানে আর্জেন্টিনা ফুটবল দল তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এপর্যন্ত আর্জেন্টিনা মোট পাঁচবার ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেছে। যার মধ্যে রয়েছে ১৯৩০ সালে অনুষ্ঠিত সর্বপ্রথম বিশ্বকাপ, যেখানে তারা উরুগুয়ের বিরুদ্ধে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। অতঃপর ১৯৭৮ সাল তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে। সর্বশেষ, ২০১৪ সালে তারা ফাইনালে উঠে এবং মারিও গোটজের করা গোলে জার্মানির বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।