পীর ইয়েমেনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পীর ইয়েমেনি
ব্যক্তিগত তথ্য
সমাধিস্থলঢাকা, বাংলাদেশ
ধর্মইসলাম
আখ্যাসুফিবাদ

পীর ইয়েমেনি চতুর্দশ শতাব্দীর একজন দরবেশ ছিলেন। তার আসল নাম ছিল শেখ মালেক[১]

পীর ইয়েমেনি ইয়েমেন থেকে দিল্লি হয়ে বাংলায় আসেন। নিজামুদ্দিন আউলিয়ার খানকাহতে তার সাথে শাহজালালের সাক্ষাৎ হয়। তিনি তার সাথে সিলেট বিজয়ে অংশগ্রহণ করেছিলেন।[১]

সিলেট বিজয়ের পর শাহজালাল পীর ইয়েমেনিকে ইসলাম প্রচারের জন্য ঢাকায় পাঠান। তিনি ও তার মুরিদ শাহ বলখী ঢাকায় একটি খানকাহ স্থাপন করেন। এটি ছিল বর্তমান বাংলাদেশ সরকারের সচিবালয় ভবনের নিকটে।[১]

পীর ইয়েমেনির মৃত্যুর সঠিক তারিখ জানা যায় না। ঢাকার ওসমানী উদ্যানের উত্তরপূর্ব পাশে অবস্থিত তার সমাধিসৌধের নিকটে একটি মসজিদ বিদ্যমান।[১] ঢাকার গুলিস্তানে অবস্থিত "পীর ইয়েমেনি মার্কেট" এর নামকরণ তার নামানুসারে করা হয়েছে।[২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ভূঞা, মোশাররফ হোসেন (২০১২)। "পীর ইয়েমেনি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "এক ছাঁটের পাঞ্জাবির সঙ্গে জিন্স ফ্যাশন ছেলেদের"সমকাল। ২৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ফুটপাতে সস্তা, মার্কেটে চড়া"প্রথম আলো। ২৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  4. "লেপ-তোশক তৈরি তো!"কালের কণ্ঠ। ২৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০