নুনগোলা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নুনগোলা ইউনিয়ন
ইউনিয়ন
৯ নং নুনগোলা ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাবগুড়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানবদরুল আলম
আয়তন
 • মোট১৫.৪১ বর্গকিমি (৫.৯৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,৯৩৪জন[১]
সাক্ষরতার হার২০০১
 • মোট৭৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নুনগোলা ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।[২]

অবস্থান[সম্পাদনা]

নুনগোলা ইউনিয়ন বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী গ্রামে অবস্থিত।[৩]

যোগাযোগ[সম্পাদনা]

বগুড়া সদর উপজেলা থেকে রিকশা, সিএনজি ও বাসযোগে এই ইউনিয়নে আসা যায়।

আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট আয়তন ১৫.৪১ বর্গকিলোমিটার।[১]

ইতিহাস[সম্পাদনা]

এই ইউনিয়নটি ঐতিহ্যবাহী নুনগোলা গ্রামের নাম অনুসারে নামকরণ করা হয়েছে । বর্তমানে ইউনিয়নটি পূর্নগঠনের কারনে নুনগোলা গ্রামটি নিশিন্দারা ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়েছে। অত্র ইউনিয়নে বিখ্যাত ঘোড়াধাপ হাট অবস্থিত।[৩]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৯৩৪ জন।[১]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

নুনগোলা ইউনিয়ন ৮টি গ্রাম ও ৮টি মৌজার সমন্বয়ে গঠিত। গ্রামসমূহ হলোঃ[১]

  • রজাকপুর
  • অন্তাহার
  • তেলধাপ
  • দারিয়াল
  • শশীবদনী
  • হাজরাদিঘী
  • কুকরুল
  • আশোকোলা

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের সাক্ষরতার হার ৭৯%।[১]। নুনগোলা ইউনিয়নে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় এবং ৫টি মাদ্রাসা রয়েছে।

হাট-বাজার[সম্পাদনা]

এই ইউনিয়নে ২টি হাটবাজার রয়েছে।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব বদরুল আলম।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

নুনগোলা ইউনিয়নে মোট ৫২টি মসজিদ রয়েছে।[১]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  2. "নুনগোলা ইউনিয়ন"noongolaup.bogra.gov.bd 
  3. "ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০