নাজমুল করিম চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
নাজমুল করিম চৌধুরী
অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী
উপাচার্য
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
২০১৬ – ২০২০
উত্তরসূরীআবুল কালাম আজাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ নভেম্বর ১৯৪৯
নোয়াখালী, বাংলাদেশ
মৃত্যু৭ মে ২০২০(2020-05-07) (বয়স ৭০)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
লুভেন বিশ্ববিদ্যালয়
ব্রাসেলস বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

নাজমুল করিম চৌধুরী (১৫ নভেম্বর ১৯৪৯ - ৭ মে ২০২০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য।[১]

জন্ম[সম্পাদনা]

তিনি ১৯৪৯ সালের ১৫ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনার উপর ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) ও ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭২ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বেলজিয়ামের লুভেন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে এমবিএ এবং ব্রাসেলস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

চৌধুরী ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে কর্মজীবন শুরু করেন এবং ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক এবং ইএমবিএ প্রোগ্রামের পরিচালক হিসেবে অবসর লাভ করেন।

কর্মজীবনে অধ্যাপনা ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ইসলামী উন্নয়ন ব্যাংকে এক দশকের বেশি সময় কাজ করেন। তিনি উত্তরা ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নাজমুল করিম চৌধুরী ২০১৬ সালের আগস্ট মাসে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। আমৃত্যু তিনি এ পদে আসীন ছিলেন।[৩]

সদস্যপদ[সম্পাদনা]

নাজমুল করিম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিসহ বিভিন্ন পেশাজীবী ও গবেষণামূলক সংগঠনের সদস্য ছিলেন। তিনি এশিয়াটিক সোসাইটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।[৪]

মৃত্যু[সম্পাদনা]

নাজমুল করিম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৭ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. নাজমুল করিম"জাগো নিউজ। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১ 
  2. "কোভিড-১৯: ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ মে ২০২০। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১ 
  3. "ফারইস্ট ইউনিভার্সিটির ভিসি হিসেবে প্রফেসর নাজমুল করিমের যোগদান"দৈনিক নয়াদিগন্ত। ২৮ আগস্ট ২০১৬। ৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১ 
  4. "করোনা এবার প্রাণ কাড়ল বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যের"জাগো নিউজ। ৭ মে ২০২০। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১