ধনধান্য প্রেক্ষাগৃহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধনধান্য প্রেক্ষাগৃহ
ধনধান্য প্রেক্ষাগৃহ, কলকাতা
অবস্থানআলিপুর, কলকাতা, ভারত
গণপরিবহনযতীন দাস পার্ক মেট্রো স্টেশন (ব্লু লাইন)
খিদিরপুর মেট্রো স্টেশন (পার্পল লাইন)
মালিকপশ্চিমবঙ্গ সরকার
ধারণক্ষমতা২৬০০[১]
ক্ষেত্রফল৪.৫ একর[২]
নির্মাণ
উদ্বোধন২৩ এপ্রিল ২০২৩ (2023-04-23)
নির্মাণ ব্যয়₹৪৫০ কোটি[৪]
নির্মাতাএনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেড[৩]

ধনধান্য হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা মহানগরের আলিপুরে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত বিশ্বমানের একটি প্রেক্ষাগৃহ। বাংলার প্রখ্যাত কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের সম্মানে প্রেক্ষাগৃহটির নামকরণ করা হয় "ধনধান্য" ।

ইতিহাস[সম্পাদনা]

২০১৭ খ্রিস্টাব্দের ডিসেম্বরে কলকাতায় বিশ্বমানের এক প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। শুরুতে ২০১৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি রাখা হয়েছিল প্রকল্পটির নির্মাণের সময় সীমা এবং সেই মত ২০১৮ খ্রিস্টাব্দে নির্মাণের কাজ শুরু হয়েছিল।[৫]কিন্তু কোভিড-১৯ এর কারণে কাজ বন্ধ হয়ে যায় এবং ২০২১ খ্রিস্টাব্দে যুদ্ধকালীন তৎপরতায় পুনরায় শুরু হয়।[২] প্রায় ৬০০ জন শ্রমিক দিনরাত নির্মাণে যুক্ত ছিলেন এবং ২০২২ খ্রিস্টাব্দে প্রায় সাড়ে চারশো কোটি টাকায় নির্মাণ কাজ সম্পন্ন হলে ২০২৩ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারোদ্ঘাটন করেন।[৪][৬] প্রেক্ষাগৃহের নির্মাণে ৩৭০০ মেট্রিক টনের স্টিলের ব্যবহার করা হয়েছে। শঙ্খের নকশার জন্য ফ্রান্স থেকে আনা হয় জিংকের শীট এবং আয়ারল্যান্ড থেকে আনা তিরিশ হাজার বাতির ব্যবহার করা হয়েছে

গঠন[সম্পাদনা]

প্রেক্ষাগৃহটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাবনায় মঙ্গলের প্রতীক - শঙ্খ বা শাঁখের আদলে তৈরি করা হয়েছে।[৭]অডিটোরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট, ৩০০ আসনের স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল সম্বলিত ছয় তলার বিশাল প্রেক্ষাগৃহটি লোহার কাঠামোয় তৈরি। ৪.৫ একরের পরিসরে প্রেক্ষাগৃহটি দৈর্ঘ্যে ৫১০ ফুট এবং প্রস্থে ২১০ ফুট।[৮] প্রেক্ষাগৃহের মূল সভাঘরটি ২০০০ আসন বিশিষ্ট। এছাড়াও ৫৪০ ও ৩৫০ আসন বিশিষ্ট আরও দু’টি ছোট সভাঘর রয়েছে। ল্পীদের থাকার জন্য রয়েছে ১৫ শয্যার ডরমেটোরি। এছাড়াও ভবনটিতে অতিথি নিবাস, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, ভিআইপি লাউঞ্জ, মিডিয়া লাউঞ্জ এবং একটি কনভেনশন সেন্টার রয়েছে।[৯]

কমপ্লেক্সটি এলভি/এভি সিস্টেম, সোলার সিস্টেম, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি ব্যবহার করে[৯] প্রেক্ষাগৃহের বেসমেন্টে রয়েছে গাড়ি পার্কিং-এর পরিসর। সঠিক বায়ুচলাচল সহ দুটি স্তরে প্রায় ৩০০ টি গাড়ি পার্কিং-এর সুব্যবস্থা রয়েছে।

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mamata inaugurates Dhanadhanyo Auditorium" 
  2. Basu, Pritesh (জানুয়ারি ১৩, ২০১৭)। "Dhana Dhanya Cultural Complex to be ready for use before deadline"www.millenniumpost.in 
  3. https://www.psuconnect.in/news/nbcc-built-dhana-dhanaye-auditorium-inaugurated/37227/
  4. Ananda, A. B. P. (এপ্রিল ১৩, ২০২৩)। "খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন"bengali.abplive.com 
  5. "অতিথিদের জন্য বিপুল সুবিধা-ভাড়াও সাধ্যের মধ্যে, কী ভাবে বুক করবেন ধনধান্য অডিটোরিয়াম?"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  6. "খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  7. "কী কী আছে অত্যাধুনিক ধনধান্য প্রেক্ষাগৃহে? ছবিতে জেনে নিন খুঁটিনাটি"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  8. "ধনধান্য অডিটোরিয়াম, কলকাতার বুকে এই বিশাল 'শঙ্খ' চোখ ধাঁধাচ্ছে, দেখুন"। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  9. "Auditorium, Alipore, Kolkata"Visionaire Global Engineering Pvt Ltd