দেরগাঁও কমল দুয়রা মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেরগাঁও কমল দুয়রা মহাবিদ্যালয়
নীতিবাক্যतमसो मा ज्योतिर्गमय
ধরনসরকারি
স্থাপিত১৯৬২; ৬২ বছর আগে (1962)
অধ্যক্ষডঃ রঞ্জিত কুমার বরদলৈ
অবস্থান, ,
সংক্ষিপ্ত নামডিকেডি কলেজ
অধিভুক্তিডিব্রুগড় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.dkdcollege.ac.in

দেরগাঁও কমল দুয়রা মহাবিদ্যালয় ভারতগোলাঘাট জেলার দেরগাঁওতে অবস্থিত একটি মহাবিদ্যালয়। ১৯৬২ এই মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছিল। দেরগাঁও কমল দুয়রা মহাবিদ্যালয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত।[১]

পাঠক্রম[সম্পাদনা]

দেরগাঁও কমল দুয়রা মহাবিদ্যাল কলা, বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ-এর অধীনে উচ্চতর মাধ্যমিক পাঠ দেয়। এবং এর স্নাতক এবং স্নাতকোত্তর পাঠক্রম ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এর সাথে মহাবিদ্যালয়টি কিছু পেশাদারী শিক্ষাও দেয়। সেগুলি হল:

  • সার্টিফিকেট ইন স্পোকেন ইংলিশ
  • সার্টিফিকেট ইন বিউটিশিয়ান
  • সার্টিফিকেট ইন ভিডিওগ্রাফী অ্যান্ড এডিটিং
  • সার্টিফিকেট ইন বেছিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং
  • সার্টিফিকেট ইন টেলি
  • সার্টিফিকেট ইন ডেস্কটপ পাব্লিসিং

এছাড়া এখানে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন কেন্দ্র আছে।

বিভাগসমূহ[সম্পাদনা]

বিজ্ঞান[সম্পাদনা]

  • পদার্থ বিজ্ঞান বিভাগ
  • অংকশাস্ত্র বিভাগ
  • রসায়ন বিজ্ঞান বিভাগ
  • পরিসংখ্যা বিজ্ঞান বিভাগ
  • কম্পিউটার বিজ্ঞান বিভাগ
  • উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
  • প্রাণী বিজ্ঞান বিভাগ

কলা এবং বাণিজ্য[সম্পাদনা]

  • অসমীয়া বিভাগ
  • ইংরাজী বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • শিক্ষা বিভাগ
  • অর্থনীতি বিজ্ঞান বিভাগ
  • দর্শন বিভাগ
  • রাজনীতি বিজ্ঞান বিভাগ
  • ভূগোল বিভাগ
  • বাণিজ্য বিভাগ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Affiliated College of Dibrugarh University"। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]