দুই নয়নের আলো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুই নয়নের আলো
পরিচালকমোস্তাফিজুর রহমান মানিক
প্রযোজকহুমায়ূন কবীর
রচয়িতামোস্তাফিজুর রহমান মানিক
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকএম এইচ স্বপন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
নবধারা চলচ্চিত্র
মুক্তি
  • ১৩ মে ২০০৫ (2005-05-13)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দুই নয়নের আলো মোস্তাফিজুর রহমান মানিক রচিত ও পরিচালিত ২০০৫ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। নবধারা চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হুমায়ূন কবীর। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস আহমেদ, শাকিল খানবুলবুল আহমেদ। এটি নিম্নবিত্ত একটি তরুণীর জীবন-সংগ্রাম ও মর্যাদার লড়াই নিয়ে আবর্তিত হয়েছে।[১]

চলচ্চিত্রটি ২০০৫ সালের ১৩ই মে মুক্তি পায়। এতে অভিনয় করে শাবনূর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২] এছাড়া চলচ্চিত্রটি সঙ্গীত শাখায় আরও দুটি পুরস্কার অর্জন করে।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন এবং গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, মনির খান, ও বেবী নাজনীন

গানের তালিকা[সম্পাদনা]

সকল গানের গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল; সকল গানের সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."আমার নাম আমার ঠিকানা"বেবী নাজনীন 
২."দুই নয়নের আলো"মনির খান 
৩."ও পরী"কুমার বিশ্বজিৎ 
৪."পূর্ণিমা চাঁদ নও"সাবিনা ইয়াসমিনএন্ড্রু কিশোর 
৫."সুখের পাখিরে"সাবিনা ইয়াসমিন 
৬."বধূয়ারে বুঝো না কেউ ভুল"সুবীর নন্দী 

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর বিজয়ী [৩]
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী মনির খান বিজয়ী
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বিজয়ী
৮ম মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) শাবনূর মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শাবনূরের সেরা দশ সিনেমা"ভোরের কাগজ। ৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  2. সারওয়াত, নাদিয়া (২৫ অক্টোবর ২০০৮)। "National Film Awards generate enthusiasm"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পৃষ্ঠা ১৭। 

বহিঃসংযোগ[সম্পাদনা]