দার্জিলিং কাঠঠোকরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দার্জিলিং কাঠঠোকরা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Piciformes
পরিবার: Picidae
গণ: Dendrocopos
প্রজাতি: D. darjellensis
দ্বিপদী নাম
Dendrocopos darjellensis
(Blyth, 1845)

দার্জিলিং কাঠঠোকরা (Dendrocopos darjellensis) কাঠঠোকরা পরিবারের একটি পাখি, যা ভারতীয় উপমহাদেশে, বিশেষত হিমালয় ও তৎসংলগ্ন অঞ্চলে দেখা যায়। 

বাসস্থান[সম্পাদনা]

এদের প্রধানত ভুটান, ভারত, মায়ানমার, নেপালতিব্বতে দেখা যায়। এদের প্রাকৃতিক বাসস্থান ক্রান্তীয় ও উপক্রান্তীয় নিম্ন বনভূমি ও পার্বত্য বনভূমি।

বিবরণ[সম্পাদনা]

এরা মাঝারি আকারের এক কাঠঠোকরা। এদের গ্রীবা হলদে বর্ণের, যা এদের দেখতে এক আলাদা মাত্রা দিয়েছে। এদের সাদা বর্ণের পায়ের উপরের দিকটা কিছুটা কালো। এদের ডানা ও লেজের দিকটাও সাদা বর্ণের হয়। পুরুষদের লাল রঙের গ্রীবা দেখা যায়। এদের শক্ত চঞ্চু আছে। এদের গলার নিচ থেকে সামনের দিকটা কিছুটা হলুদ রঙের হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dendrocopos darjellensis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩