তনিমা হামিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তনিমা হামিদ
জন্ম (1980-08-27) ২৭ আগস্ট ১৯৮০ (বয়স ৪৩)
ঢাকা, বাংলাদেশ
শিক্ষাইতিহাসে এমএ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৯২ – বর্তমান
দাম্পত্য সঙ্গীশামসুল হায়দার ডালিম
সন্তানঅর্নিভ
পিতা-মাতাএম হামিদ এবং ফাল্গুনী হামিদ

তনিমা হামিদ হলেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং শিক্ষক। তিনি বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তনিমা হামিদ এম হামিদ এবং ফাল্গুনী হামিদের মেয়ে। তিনি শামসুল হায়দার ডালিমকে বিয়ে করেন, যিনি একজন সংবাদ পাঠক এবং উপস্থাপক। তার অর্নিভ নামের একটি সন্তান রয়েছে।[১]

শুরুর জীবন[সম্পাদনা]

তনিমা ঢাকার আজিমপুরের অগ্রণী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

তনিমা তিন বা চার বছর বয়সে অভিনয় শুরু করেন। মঞ্চে তার প্রথম নাটক ছিল শাহজাদা বুলবুলের চরিত্রে ব্র্যাকেটের 'চক সার্কেল'।[২] এরপর যখন তিনি ক্লাস ৭-এ পড়েন, ১৯৯২ সালে তিনি মাল্যদান নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্পে অভিনয় করেছিলেন। এখন পর্যন্ত তিনি তার দল নাট্যচক্রের হয়ে লেট দ্য বি লাইট এর মতো আরও অনেক নাটকে অভিনয় করেছেন। বর্তমানে তিনি রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সামাজিক সম্পর্ক বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।[১]

কর্ম[সম্পাদনা]

থিয়েটার[সম্পাদনা]

বছর নাটক সহশিল্পী পরিচালক নেটওয়ার্ক
২০১৯ একা এক নারী[৩][৪] দেবু প্রসাদ দেবোনাথ
আলোকিত হোক
হায়েনা
বিলকিস বানুর কন্যরা
চক বৃত্ত

টেলিভিশন নাটক[সম্পাদনা]

বছর নাটক সহশিল্পী পরিচালক নেটওয়ার্ক
১৯৯২ মাল্যদান বিটিভি
১৯৯৬ জুরিন্দা তৌকির আহমেদ, সঞ্জীব চৌধুরী
কন্য কুমারী[৫] শাহরিয়ার নাজিম জয়
১৯৯৯ হৈমন্তী[৬] মাহফুজ আহমেদ, বুলবুল আহমেদ অনিন্দ্য আউয়াল
২০২০ বকখালির বাঁকে পল্লব
২০০১ শেষের কবিতা নয়[৭] টনি ডায়েস ইটিভি
লাল গোলা টনি ডায়েস
ভদ্রনোক তুলিকা
কঙ্কাল টনি ডায়েস
দৃষ্টি শাহরিয়ার নাজিম জয়, আতাউর রহমান
২০১৬ টাইগার ভাই হাসান মাসুদ
ঢাকার হোজ্জা আহসান হাবিব নাসিম
২০১৩ এ বাড়ি ও বাড়ী আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, চিত্রলেখা গুহ এবং ফখরুল হাসান বৈরাগী নজরুল ইসলাম সিদ্দিক আরটিভি
কাকতালীয় নাসিম
সুখের খাসা শাহেদ শরীফ খান, পল্লব
খোজ
দায়বন্ধন
বগুড়ার স্যার
টমটম[৮]
শিল্পী[৮]
দৈনিক তোড়পাড়[৮]
২০০৭ বাউন্ডুলের আত্মকাহিনী সোহেল আরমান ফাল্গুনী হামিদ
নিভৃতচারী শাহেদ শরীফ খান ফাল্গুনী হামিদ
বিরহের সানায়
শেষ কথা টনি ডায়েস ফাল্গুনী হামিদ
নিশীথিনী জাহিদ হাসান, অপি করিম ফাল্গুনী হামিদ
২০১৭ একটি স্বপ্ন ও একটু ভুল মাহফুজ আহমেদ, শাহরিয়ার নাজিম জয় ফাল্গুনী হামিদ বৈশাখী টিভি
২০০৯ হৃদয় বিলাস শাহেদ শরীফ খান, শাহরিয়ার নাজিম জয়, চঞ্চল চৌধুরী, পল্লব ফাল্গুনী হামিদ
২০২০ নিঝুম অরণ্যে চঞ্চল চৌধুরী,অনিমেষ চৌধুরী ফাল্গুনী হামিদ
মেঘের ভেলায় ভেসে যাবো আজ শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ ফাল্গুনী হামিদ
মামর বিয়ে চিত্রলেখা গুহ
খেলাঘর শাহেদ শরীফ খান, আবুল হায়াত, হাসান মাসুদ ফাল্গুনী হামিদ
নিভৃতচরে শাহেদ শরীফ খান ফাল্গুনী হামিদ
নিঃশব্দের শব্দ শাহরিয়ার নাজিম জয় ফাল্গুনী হামিদ
২০১৮ আলো আধারে শাহেদ শরীফ খান, বিজরী বরকতুল্লাহ
আত্মগ্লানি লিটু আনাম
যন্ত্রমানবী শাহেদ শরীফ খান, রুমানা খান
ফিরে আসা জাহিদ হাসান, টনি ডায়েস
আধারে দ্বীপ শলাকা টনি ডায়েস
১৯৯৮ সার্কিট হাউজে সেই রাত মাহফুজ আহমেদ, তানজিদ সেজার
বিবাহ বিভ্রাট শাহেদ শরীফ খান, মুজাহিদ মোহাম্মদ মেহ্জান মুজাহিদ মোহাম্মদ মেহ্জান
দিথী শাহরিয়ার নাজিম জয়
কর্কট ভালোবাসা লিটু আনাম, মিতা নূর
হিসাব আলীর ভুল হিসাব টনি ডায়েস, নাদিয়া আহমেদ
কে আবার বাজায় বাঁশি দোদুল আহমেদ
লক্ষ্মী সর্দারনী তানজির আহমেদ সিজার

রেডিও নাটক[সম্পাদনা]

বছর ধারাবাহিক নাটক সহশিল্পী পরিচালক নেটওয়ার্ক
২০২১ সফর আলীর সুখ দুঃখ[৯][১০] নাসরিন মোস্তফা বাংলাদেশ বেতার

টিভিসি[সম্পাদনা]

বছর টিভিসি সহশিল্পী পরিচালক নেটওয়ার্ক
২০১৫ ক্যান্টন সূপ[৬]
১৯৯৯ লিচি ড্রিঙ্কস[৬] মাসুম আজিজ

টেলিভিশন উপস্থাপিকা[সম্পাদনা]

বছর অনুষ্ঠান সহশিল্পী পরিচালক নেটওয়ার্ক
২০১৯ নানা স্বাদে রাঁধুনী[১১] মাছরাঙ্গা টিভি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tonima Hamid to spend birthday with family today"Tonima Hamid to spend birthday with family today | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  2. User, Super। "আগে যা করেছি, করেছি এখন আর সম্ভব নয় : অভিনেত্রী তনিমা হামিদ"bdkotha.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  3. "তনিমা হামিদের একক নাটক 'একা এক নারী' মঞ্চস্থ"banglanews24.com। ২০১৯-০৩-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  4. "Tonima Hamid on stage with 'Eka Eka Nari" 
  5. "৩০০ সেকেন্ড | Shahriar Nazim Joy | Tonima Hamid | Celebrity Show | EP 477 | Channel i TV" 
  6. Nation, The New। "Tonima Hamid performs TV model after 16 years"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  7. "Shesher Kabita Noy | Bangla Natok | শেষের কবিতা নয় | Tony Dias | Tonima Hamid | ETV Drama" 
  8. "পাঁচ বছর পর ক্যামেরার সামনে তনিমা হামিদ"Somoy News। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  9. "তনিমা হামিদ বেতারের নাটকে"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  10. "মঞ্চে নিরীক্ষাধর্মী নাটক বেড়েছে: তনিমা হামিদ"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  11. "ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮