লিটু আনাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিটু আনাম
লিটু আনাম, ঢাকা ২০১৮
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৮ – বর্তমান [১]
দাম্পত্য সঙ্গীহৃদি হক
সন্তানযমজ সন্তান অনিরুদ্ধ উনমন (ছেলে) ও অনসূয়া হৃদি (মেয়ে) [২]

লিটু আনাম (জন্ম ১৫ জুন ১৯৭০) বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা[৩] তার জন্মস্থান ঠাকুরগাঁও জেলায় । 'দূরে কোথাও' নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় শুরু হয় ।[১] তিনি প্রায় সাড়ে তিন হাজার নাটকে অভিনয় করেছেন । এছাড়াও তিনি বেশ কয়েকটি টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেন । ডঃ ইনামুল হক এবং লাকি ইনাম-এর বড় কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক -কে বিয়ের মাধ্যমে লিটু আনামের সংসার জীবন শুরু হয় । রাজধানীর স্কয়ার হাসপাতালে দুটি জমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে) -এর জন্ম দেন হৃদি হক ।[২]

অভিনয় জীবন[সম্পাদনা]

বাল্যাকালে স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছুটি' নাটকে অভিনয়ে প্রথম পুরস্কার অর্জন করেন । অভিনয়ের প্রতি ঠাকুরগাঁও -এ একটি থিয়েটার দল গঠন করেন । পরবর্তীতে ১৯৮৯ সালে ঢাকা থিয়েটারে যোগ দেন এবং তার দু'বছর পর ১৯৯১ সালে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরীদির নির্দেশনায় মঞ্চ নাটক 'ভূত' এ অভিনয়ের করেন এবং বেশ প্রশংসিত হন । ১৯৯৮ সালে মোহন খানের পরিচালনায় ও জনপ্রিয় নাট্য অভিনেত্রী শমী কায়সার বিপরীতে 'দূরে কোথাও' নাটকে অভিনয়ের মাধ্যমে লিটু আনামের ছোট পর্দায় অভিষেক হয় ।[১] পরিচালক রিঙ্গোর টেলিফিল্ম 'স্বপ্ন', আহমেদ ইউসুফ সাবেরের 'তিনি একজন', বিপুল রায়হানের 'বনফুল', লাকি ইনামের 'আপদ', ফেরদৌস হাসান রানার 'কানামাছি', ‘বিবর', ধারাবাহিক নাটক 'সম্পূর্ণ রঙ্গিন', 'শেঁওলা', হৃদি হকের 'আমাদের আনন্দ বাড়ি', ‘সেই সব দিনগুলো', ‘১৯৭১', সাজ্জাদ হোসেন দোদুলের 'লালঘুড়ি', ‘মুখোশ', ‘জাল ও খড়ের পুতুল' -এর মাধ্যমে তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ।[৪]

ফিল্মগ্রাফি[সম্পাদনা]

বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০২৩ ১৯৭১ সেই সব দিন হৃদি হক
২০০৬ নন্দিত নরকে মন্টু বেলাল আহমেদ হুমায়ুন আহমেদের উপন্যাস নন্দিত নরকে অবলম্বনে
নিরন্তর আবু সাইয়ীদ
২০০৩ আধিয়ার সাইদুল আনাম টুটুল
১৯৯৩ একাত্তরের যীশু নাসির উদ্দীন ইউসুফ

লিটু আনাম অভিনীত নাটকসমূহ[সম্পাদনা]

  • মেঘ বালকের গল্প
  • মেঘদূত
  • সেতার
  • লালঘুড়ি
  • মুখোশ
  • জাল ও খড়ের পুতুল
  • ভালবাসা
  • ভালোবাসি
  • গদাই ডাক্তার
  • যাদুর কাঠি
  • দ্বৈরথ
  • চাচা ইভেন্ট কোম্পানি
  • ওয়ার্ল্ড কাপ
  • কূল নাই কিনার নাই
  • বাবা
  • অপহরণ
  • মজার মানুষ
  • কানামাছি
  • ঢঙ
  • ছায়ামুখ,
  • কোরবানি অনলাইন
  • সাগর সঙ্গমে
  • নোলক
  • মনভাসি
  • প্রত্যাশা ও প্রাপ্তি
  • বিবর
  • শেকড়
  • এক যে ছিলো হাতি
  • যে ফুলে গন্ধ নেই
  • তুমি নও
  • বাবুদের ফুটানি
  • জুয়া
  • বন্যার চোখে জল
  • ভিতরে বাহিরে
  • রিক্তের বেদন
  • সিট খালি নাই
  • কোরবান আলী ও কোরবানী
  • চখা চখি
  • দহন
  • বগুড়ার স্যার
  • নষ্ট জীবন
  • মায়াজাল
  • অজানা
  • আতঙ্ক
  • স্বপ্ন ১৯৯৭
  • বিজনে সুজন
  • লোভ
  • শেষ দৃশ্যে ক্ষমা
  • আমাদের আনন্দ বাড়ি
  • সেই সব দিনগুলো
  • আইসক্রিম
  • হরফ
  • ১৯৭১ সহ আরো ।

লিটু আনাম অভিনীত টেলিফিল্মসমূহ[সম্পাদনা]

  • স্বপ্ন
  • টেলিলাভ
  • পরিণতি
  • তিনি একজন

সামাজিক কর্মকাণ্ড[সম্পাদনা]

বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে 'এল এ হেলথ এইড' নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন লিটু আনাম। এ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় তার জন্মস্থান ঠাকুরগাঁও থেকে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লিটু আনাম"। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৭ 
  2. "লিটু আনাম ও হৃদি হকের সংসারে টুইন বেবী হিং টিং"বাংলানিউজ২৪ ডট কম। ডিসেম্বর ৭, ২০১১। 
  3. রায়, অজয় কুমার (আগস্ট ২০১৮)। "রাজনৈতিক ও গুণী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি"। ঠাকুরগাঁও জেলার ইতিহাস (২ সংস্করণ)। ঢাকা: টাঙ্গন প্রিন্টিং এন্ড পাবলিকেশন। পৃষ্ঠা ৩১৯-৩২০। আইএসবিএন 978-9843446497 
  4. "এখন তো আর বেঞ্চে বসে প্রেম করতে পারব না"দৈনিক ভোরের কাগজ। জুন ৬, ২০১৫। ১০ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৭ 
  5. "ক্যানসার-আক্রান্তদের পাশে লিটু আনাম"দৈনিক প্রথম আলো। অক্টোবর ২০, ২০১১। ২০১৭-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]