জাতীয় ক্রীড়া পরিষদ

স্থানাঙ্ক: ২৩°৪৩′৪৭″ উত্তর ৯০°২৪′৫২″ পূর্ব / ২৩.৭২৯৮৩৯° উত্তর ৯০.৪১৪৪৮২° পূর্ব / 23.729839; 90.414482
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় ক্রীড়া পরিষদ
পূর্বসূরীপূর্ব পাকিস্তান ক্রীড়া ফেডারেশন
গঠিত৭ ফেব্রুয়ারি ১৯৭২; ৫২ বছর আগে (1972-02-07)
অবস্থান
  • ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৩′৪৭″ উত্তর ৯০°২৪′৫২″ পূর্ব / ২৩.৭২৯৮৩৯° উত্তর ৯০.৪১৪৪৮২° পূর্ব / 23.729839; 90.414482
চেয়ারম্যান
জাহিদ আহসান রাসেল (প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)
প্রধান প্রতিষ্ঠান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)
ওয়েবসাইটhttp://www.nsc.gov.bd
প্রাক্তন নাম
জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড
বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা

জাতীয় ক্রীড়া পরিষদ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের অন্তর্ভুক্ত ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা; একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, যা জাতীয় ক্রীড়া পরিষদ এ্যাক্ট-১৯৭৪ দ্বারা প্রতিষ্ঠিত | প্রতিষ্ঠানটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ ক্রীড়া সংস্থা। এটি বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতাধীন ৫১টি ভিন্ন ভিন্ন খেলাধুলা বিষয়ক সংস্থাকে নিয়ন্ত্রণ করে। এটি বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সাল পর্যন্ত এর নাম জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থাকলেও এর নাম পরে জাতীয় ক্রীড়া পরিষদ রাখা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এই প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এটি বাংলাদেশ অলিম্পিক সংস্থাকেও নিয়ন্ত্রণ করে থাকে।[১]

জাতীয় ক্রীড়া পরিষদ এর প্রধান কার্যালয়

সাংগঠনিক কাঠামো[সম্পাদনা]

এটি একটি নির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। এই নির্বাহী কমিটি চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ট্রেজারার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, সকল জাতীয় ক্রীড়া ফেডারেশন/এ্যাসোসিয়েশনের একজন করে প্রতিনিধি, সেনা ক্রীড়া বোর্ড বা আন্তঃবাহিনী ক্রীড়া বোর্ডের একজন প্রতিনিধি, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ডের একজন প্রতিনিধি এবং সরকার কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট ক্রীড়াবিদ নিয়ে গঠিত। পরিষদের চেয়ারম্যান এবং সচিব নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জাতীয় ক্রীড়া পরিষদ-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়"www.nsc.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৮ 
  2. "ক্রীড়া সংস্থা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০