ঝুঁড়িঝাড়া ঢিবি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝুঁড়িঝাড়া ঢিবি
ধরনপ্রত্নতাত্ত্বিক নিদর্শন
অবস্থানতালা উপজেলা
অঞ্চলসাতক্ষীরা জেলা
পরিচালকবর্গবাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর
মালিকবাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর
সূত্র নংBD-D-58-11

ঝুঁড়িঝাড়া ঢিবি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও সংরক্ষিত পরাকীর্তি।[১] এটি উপজেলা সদর থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

ঝুঁড়িঝাড়া ঢিবির নির্মাণকাল বা এর ইতিহাস সম্পর্কে খুব বেশি জানা যায় না। এখানে কোন শিলালিপিও পাওয়া যায়নি। স্থানীয় জনশ্রুতি অনুসারে, পূর্বে এখানে একটি দীঘি খনন করা হয়েছিল ও খননের ফলে যে মাটি রাখা হয়েছিল সেখান থেকেই এটি উঁচু ঢিবিতে পরিনত হয়েছে। আবার কেউ কেউ মনে করেন, এখানে একটি প্রাচীন মসজিদ ছিল।

তবে প্রত্নতত্ত্ববিদগণের মধ্যে কেউ কেউ বলেন, এই উঁচু ঢিবিটি একটি প্রাচীন জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। বর্তমানে জঙ্গলে আবৃত ঢিবিটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পরাকীর্তি হিসেবে ঘোষণা করে। এর একপাশে রয়েছে দীঘি ও অপর পাশে ফসলের মাঠ।

তথ্যসূত্র[সম্পাদনা]