জয়দীপ মুখার্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয়দীপ মুখার্জি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1967-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৬৭ (বয়স ৫৭)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-বাহু অফ স্পিন
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৭/৮৮–১৯৯৪/৯৫বাংলা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১৩
রানের সংখ্যা ৫০৮ ২৫
ব্যাটিং গড় ৪৬.১৮ ৮.৩৩
১০০/৫০ ০/৪ ০/০
সর্বোচ্চ রান ৭৯ ২২
বল করেছে ৯১৯ ২৫৮
উইকেট
বোলিং গড় ৫৪.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ৩/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ১/–
উৎস: ESPNcricinfo, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

জয়দীপ মুখার্জি (জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৬৭) একজন ভারতীয় প্রাক্তন প্রথম-শ্রেণীর ক্রিকেটার যিনি বাংলার হয়ে খেলেছেন। তিনি তার খেলার ক্যারিয়ারের পরে বিভিন্ন কোচিং ভূমিকা গ্রহণ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

মুখার্জি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মাঝে ডানহাতি অফ ব্রেক বোলার ছিলেন। তিনি ১৩টি প্রথম-শ্রেণীর এবং ৬টি লিস্ট এ ম্যাচে উপস্থিত ছিলেন, বাংলা এবং পূর্বাঞ্চলের হয়ে খেলেছিলেন। তিনি ১৯৮৭/৮৮ থেকে ১৯৯৪/৯৫ মৌসুমে বাংলার হয়ে খেলেছেন।

মুখার্জি ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট ম্যানেজার হন [১] এবং ২০১৫ সাল পর্যন্ত কোচিং স্টাফ হিসেবে ফ্র্যাঞ্চাইজির সাথেই থাকেন [২] ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত, মুখার্জি বাংলার ফিল্ডিং কোচ ছিলেন, বেঙ্গল অনূর্ধ্ব-২৫ দলের প্রধান কোচ, সিনিয়র বেঙ্গল টিমের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে তিনি দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ডিরেক্টর - ক্রিকেট অপারেশন্স ছিলেন। [৩] পূর্বে বাংলার বয়স-গোষ্ঠী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। [৪][৫] তিনি একজন টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন। তিনি প্রখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দিলীপ মুখোপাধ্যায়ের ছেলে। [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Joydeep, Arindam set to be selectors"। The Indian Express। ৬ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "Indian Premier League: Sweating under the arclights"। The Indian Express। ১৫ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. Venugopal, Arun (২ ফেব্রুয়ারি ২০১৬)। "Consistent Bengal brace for hungry Madhya Pradesh"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. "Sourav's proposals approved by CAB"। ABP Live। ১১ মার্চ ২০১৪। ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. Bommakanti, Ujwal (২১ এপ্রিল ২০১৫)। "Quiet, Dravid Aspirant Ankit's Journey Cut Short"। The New Indian Express। ২৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 
  6. Pinglay-Plumber, Prachi (৬ এপ্রিল ২০১৫)। "This Is Not A Final Judgement"। Outlook India। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]