জব্বলপুর–সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জব্বলপুর–সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা১ আগস্ট ২০১৮; ৫ বছর আগে (2018-08-01)
বর্তমান পরিচালকদক্ষিণ পূর্ব রেল
যাত্রাপথ
শুরুজব্বলপুর জংশন (জেবিপি)
বিরতি
শেষসাঁতরাগাছি জংশন (এসআরসি)
ভ্রমণ দূরত্ব১,১১৭ কিমি (৬৯৪ মা)
যাত্রার গড় সময়১৯ ঘ. ৪০ মি.
পরিষেবার হারসাপ্তাহিক [ক]
রেল নং২০৮২৭ / ২০৮২৮
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতিগড় গতিবেগ ৫৬ কিমি/ঘ (৩৫ মা/ঘ)

জব্বলপুর–সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মধ্যপ্রদেশের জব্বলপুর জংশন রেলওয়ে স্টেশন এবং পশ্চিমবঙ্গের হাওড়ায় অবস্থিত সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২০৮২৭ / ২০৮২৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ডপশ্চিমবঙ্গের মধ্যে চলাচল করে।[১][২] ট্রেনটি ২০৮২১/২০৮২২ সাঁতরাগাছি–পুণে হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।

পরিষেবা[সম্পাদনা]

২০৮২৭ নং জব্বলপুর–সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ৫৬ কিমি প্রতি ঘন্টা বেগে ১৯ ঘন্টা ৫০ মিনিটে ১১১৭ কিমি এবং ২০৮২৮ নং ট্রেনটি ৫৭ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ১৯ ঘন্টা ৩০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক[সম্পাদনা]

এই ট্রেনটি সাঁতরাগাছি ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা জব্বলপুর থেকে সাঁতরাগাছি পর্যন্ত যায়।

পথ ও যাত্রাবিরতি[সম্পাদনা]

কোচের বৈশিষ্ট্য[সম্পাদনা]

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

টীকা[সম্পাদনা]

  1. উভয় দিকে সপ্তাহে এক দিন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Two new weekly Humsafar Express for Kolkata"The Economic Times। ২০১৮-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০১ 
  2. Agrawal, Shivangi (২০১৮-০৮-০৪)। "SER launches Humsafar Express trains to improve rail connectivity"The Indian Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০১