চার্চগেট

স্থানাঙ্ক: ১৮°৫৬′ উত্তর ৭২°৪৯′ পূর্ব / ১৮.৯৩° উত্তর ৭২.৮২° পূর্ব / 18.93; 72.82
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্চগেট
चर्चगेट
চার্চিগেট
উপনগর
১৮৬৩ সালে চার্চগেট
১৮৬৩ সালে চার্চগেট
চার্চগেট মুম্বাই-এ অবস্থিত
চার্চগেট
চার্চগেট
স্থানাঙ্ক: ১৮°৫৬′ উত্তর ৭২°৪৯′ পূর্ব / ১৮.৯৩° উত্তর ৭২.৮২° পূর্ব / 18.93; 72.82
রাষ্ট্রভারত
রাজ্যমহারাষ্ট্র
মহানগরীমুম্বাই
ভাষা
 • দাপ্তরিকমারাঠি
সময় অঞ্চলভাপ্রস (ইউটিসি+৫:৩০)
পিন৪০০০২০ [১]
এলাকা কোড০২২
যানবাহন নিবন্ধনএম এইচ ০১
নাগরিক মাধ্যমএমসিজিএম (বৃমুমপা)

চার্চগেট হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের দক্ষিণাংশে অবস্থিত একটি উপনগর এলাকা।[২] আঠারো শতক থেকে উনিশ শতকে মাঝ পর্যন্ত মুম্বাই প্রাচীরে ঘেরা শহর ছিল। তখন মুম্বাইতে তিনটি ফটক ছিল চার্চগেট তারই একটি, যেটি সেন্ট টমাস ক্যাথিড্রালের নামানুসারে নামাঙ্কিত করা হহয়। ফটকটি বর্তমান শহরের ফ্লোরা ফাউন্টেনের কাছে অবস্থিত ছিল।

১৯৩০ সালের চার্চগেট।

চার্চগেট উপনগর এলাকায় মুম্বাই উপনগরীয় রেলের অন্তিম স্টেশন চার্চগেট স্টেশন অবস্থিত, যেটি মুম্বাই উপনগরীয় রেলের স্টেশনগুলির প্রধানতম স্টেশন। পশ্চিম রেলের সদরদপ্তরও এই এলাকাতেই, চার্চগেট স্টেশনের পার্শে অবস্থিত।

উল্লেখ্য ময়দান[সম্পাদনা]

ওয়াংখেড়ে স্টেডিয়াম
ব্রেবর্ন স্টেডিয়াম

উল্লেখ্য শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ডাক কোড : চার্চগেট, মুম্বাই"। pincode.org.in। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬ 
  2. http://www.mumbaionline.in/city-guide/churchgate-mumbai