কাকারা রুদ্রপল্লী কালী মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাকারা রুদ্রপল্লী কালী মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাকক্সবাজার জেলা
ঈশ্বরকালী
উৎসবসমূহকালীপূজা
অবস্থান
অবস্থানকাকারা, চকরিয়া উপজেলা
দেশবাংলাদেশ
স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ১৮৩৪ খ্রিঃ

কাকারা রুদ্রপল্লী কালী মন্দির কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন কাকারা ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত একটি হিন্দু মন্দির।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৮৩৪ সালে কাকারা রুদ্র পল্লীর কেন্দ্রবিন্দু কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি ১৯৮৭ সালের প্রলয়ংকরী বন্যা এবং পরবর্তীতে ১৯৯১ সালের প্রচন্ড ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্থ হয়। সরকারি কিংবা বে-সরকারি কোন আর্থিক সহায়তা না পাওয়ায় অত্যন্ত নাজুক অবস্থায় পূজা-অর্চনা ও ধর্মীয় প্রার্থনা চালিয়ে আসছে সনাতনী হিন্দু সম্প্রদায়।[১]

বর্তমান অবস্থা[সম্পাদনা]

বর্তমানে স্থানীয় যুব সমাজের উদ্যোগে মন্দিরটি দ্বিতল বিশিষ্ট পাকা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কাকারা রুদ্রপল্লী কালী মন্দির"www.coxsbazar.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০