এ এস এম লুৎফুল আহসান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ এস এম লুৎফুল আহসান
উপাচার্য
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ জানুয়ারি ২০২৩
পূর্বসূরীগৌতম বুদ্ধ দাশ
ব্যক্তিগত বিবরণ
জন্মমীরসরাই, চট্টগ্রাম বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থী
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এ এস এম লুৎফুল আহসান একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

লুৎফুল আহসান চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে তৎকালীন চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজের (বর্তমানে সিভাসু) প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ২০০৩ খ্রিষ্টাব্দে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি লাভ করেন। তিনি বেলজিয়াম থেকে মলিকিউলার বায়োলজি বিষয়ে মাস্টার্স ও ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ খ্রিষ্টাব্দে অ্যানিম্যাল নিউট্রিশন ও ফুড সেফটি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া নেদারল্যান্ড থেকেও তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

এ এস এম লুৎফুল আহসান ২০০৩ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রধান, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০২৩ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিভাসু'র নতুন ভিসি লুৎফুল আহসান"সারাবাংলা। ১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  2. "Prof ASM Lutful Ahasan new VC of CVASU"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  3. "সিভাসুর নতুন ভিসি অধ্যাপক লুৎফুল আহসান"দৈনিকশিক্ষা। ২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  4. "সিভাসুর নতুন ভিসি অধ্যাপক লুৎফুল আহসান"দ্য ডেইলি ক্যাম্পাস। ৪ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩