উত্তর হাওলা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°৮′৩৬″ উত্তর ৯১°৫′৫৩″ পূর্ব / ২৩.১৪৩৩৩° উত্তর ৯১.০৯৮০৬° পূর্ব / 23.14333; 91.09806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর হাওলা
ইউনিয়ন
৯নং উত্তর হাওলা ইউনিয়ন পরিষদ
উত্তর হাওলা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
উত্তর হাওলা
উত্তর হাওলা
উত্তর হাওলা বাংলাদেশ-এ অবস্থিত
উত্তর হাওলা
উত্তর হাওলা
বাংলাদেশে উত্তর হাওলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৮′৩৬″ উত্তর ৯১°৫′৫৩″ পূর্ব / ২৩.১৪৩৩৩° উত্তর ৯১.০৯৮০৬° পূর্ব / 23.14333; 91.09806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামনোহরগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

উত্তর হাওলা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মনোহরগঞ্জ উপজেলার পূর্বাংশে উত্তর হাওলা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে খিলা ইউনিয়ন, পশ্চিমে লক্ষণপুর ইউনিয়ন, দক্ষিণে নাথেরপেটুয়া ইউনিয়ন এবং পূর্বে নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

উত্তর হাওলা ইউনিয়ন মনোহরগঞ্জ উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মনোহরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

  • এই ইউনিয়নের শিক্ষা ব্যাবস্তা খুবই উন্নত। চারপাশে শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট থাকাই শতভাগ ছেলেমেয়ের শিক্ষার ব্যাবস্থা উন্নত হচ্ছে।

শিক্ষা প্রতিষ্টান[সম্পাদনা]

  • উত্তর ফেনুয়া প্রাথমিক বিদ্যালয়
  • কাটুনীপাড়া দারুণ উলুম মাদ্রাসা।
  • কাটুনীপাড়া স্বর্নকার বাড়ী মক্তব।
  • কৈয়ারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • হাতিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • হাতিমারা উচ্চ বিদ্যালয়।
  • হাতিমারা প্রি ক্যাডেট স্কুল।
  • উত্তর হাওলা প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
  • বরল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বরল্লা উচ্চ বিদ্যালয়।
  • উলুপাড়া সরকারি বিদ্যালয়।
  • উলুপাড়া মাদরাসা।

হাট-বাজার[সম্পাদনা]

মুন্সিরহাট বাজার

দর্শনীয় স্থান[সম্পাদনা]

দিঘীর পাড়, উত্তর হাওলা

জনপ্রতিনিধি[সম্পাদনা]

জনাব তাজুল ইসলাম (২০০৮- বর্তমান)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]