উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০১৫/ভারতের সাধারণতন্ত্র দিবস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ব্যা করণ কর্তৃক ৯ বছর পূর্বে "কর্মবিভাজন" অনুচ্ছেদে

পরিভাষা সংক্রান্ত সাহায্য[সম্পাদনা]

ভারতের সাধারণতন্ত্র তথা গণতন্ত্র বিষয়ক নিবন্ধগুলো লিখতে গেলে বেশ কিছু পরিভাষার দরকার, যেগুলোর খোঁজ পেতে এই লিঙ্কগুলো হয়তো কাজ দেবে: ইংরেজি-বাংলা অভিধান ১, ইংরেজি-বাংলা অভিধান ২। ধন্যবাদ! ব্যা করণ (আলাপ) ০৪:২৬, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কর্মবিভাজন[সম্পাদনা]

একটা ব্যাপারে আমি সকল অংশগ্রহণকারীর দৃষ্টি আকর্ষণ করতে চাই - এই এডিটাথনে কে কোন নিবন্ধে (নতুন বা বর্তমান) ঐদিন কাজ করবে সেটা পূর্বাহ্নেই ঠিক করে নিতে হবে। নয়ত পুনরাবৃত্তি দোষ আসতে পারে। এ বিষয়ে পরিকল্পনার জন্য সকলের মতামত কি? Pasaban (আলাপ) ১৭:২০, ২০ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পার্থদা, ঠিক কথা। অয়ন, সুজয়দা, কল্যাণদা, শান্তনুদা, সর্বান, তন্ময়দা সকলে জানান যে, আপনার কোন নিবন্ধ তৈরী করতে চান বা কোন নিবন্ধ সম্প্রসারণ করতে চান, তা এই পাতায় তালিকাভুক্ত করুন। -- বোধিসত্ত্ব (আলাপ)
ব্যবহারকারী কোন্‌ কোন্‌ নতুন নিবন্ধ শুরু করতে চাই কোন্‌ কোন্‌ পুরোন নিবন্ধ সম্প্রসারণ করতে চাই
অয়ন আলাপ - চৌরী-চৌরা ঘটনা, ১৯২২
- মহাদেব গোবিন্দ রানাডে
- দয়ানন্দ সরস্বতী
Pasaban (আলাপ) ১৮:০৩, ২১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন -ভারতীয় দন্ড বিধি -ভারত (ভারত নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ; অথচ এতে নতুন সৃষ্টি হওয়া রাজ্য তেলেঙ্গানাই নেই!! এটির একটু ঝাড়াই বাছাই করা উচিত। তবে সেটা করতে গেলে এটির সংরক্ষণ সরাতে হবে। - জয়ন্তদা আপনার মতামত / সাহায্য চাই।)
- ভারতের সংবিধান ((চেষ্টা করব এই নিবন্ধের যাবতীয় লাল লিঙ্ককে নীল করতে যতটা পারি।)
--অংকন (আলাপ) ০৮:৪৬, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন - সিমলা সম্মেলন, ভারতের রাজনৈতিক একত্রীকরণ সত্যাগ্রহ
-- Sujay25 (আলাপ) ১৫:৪৮, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন - কাশ্মীর সমস্যা
-- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩০, ২৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন ভারতে জুনাগড়ের অন্তর্ভুক্তি
তৃতীয় মহম্মদ মহবত খানজী
শাহ নওয়াজ ভুট্টো
-- Schwiki (আলাপ) ০৯:১১, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন জম্মু ও কাশ্মীর : পূর্বতন করদ রাজ্য
কল্যাণ সরকার (আলাপ) ১৬:১৪, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন ভারতের রাজনৈতিক সংহতিসাধন
তন্ময় বীর (আলাপ) Dr. Bir (আলাপ) ১৯:১১, ২৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন বানান ও বাক্য ইত্যাদি ভুলগুলি দেখে দেব, অনুগ্রহ করে সকলে তাঁর লিংক পাঠাবেন
ব্যা করণ (আলাপ) ০৭:৫০, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন সাধারণতন্ত্র দিবস (ভারত)

যোগাযোগ[সম্পাদনা]

সবাই আমাকে মাফ করবেন। আরও একটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণের অনুরোধ করছি। আমরা এটা এখনো ঠিক করিনি, ২৬ তারিখ নিজেদের মধ্যে যোগাযোগ কি ভাবে করব। আমি প্রস্তাব করছি, GTalk ব্যবহার করা যেতে পারে।আর কারো কোনো মতামত থাকলে জানান।

আর একটা কথা মূল পাতায় শুরু ও শেষের সময় মনে হয় ঠিক নেই। ওটা ঠিক করার অনুরোধ করছি।-Pasaban (আলাপ) ১৮:১২, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পার্থদা, এই দিন আলাপ পাতা বা ফেসবুক চ্যাটে যোগাযোগ রাখা যায়। সময় ঠিকই তো ছিল। তবুও কোন ভ্রান্তি এড়াতে ঘন্টা আকারে করে দিলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩৫, ২৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন