ইশিতা শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইশিতা শর্মা
জন্ম (1988-12-04) ৪ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
মুম্বই, ভারত
জাতীয়তাভারত
শিক্ষাMasters in Human Development, Counsellor
পেশা
  • অভিনেত্রী
  • কত্থক নৃত্যশিল্পী
  • সামাজিক কর্মী
কর্মজীবন২০০২-২০১৫
দাম্পত্য সঙ্গীMohit Chadda

ইশিতা শর্মা (জন্ম: ৪ ডিসেম্বর, ১৯৯২) একজন ভারতীয় অভিনেত্রী,[১][২] কত্থক নৃত্যশিল্পী,[৩] উদ্যোক্তা এবং সামাজিক কর্মী। স্কুলে থাকাকালেই তিনি থিয়েটার এবং টেলিভিশন দিয়ে অভিনয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। তার পাশাপাশি ছিল শাকা লাকা বুম বুমের মতো বাচ্চাদের জন্য তৈরি অনুষ্ঠান। পরে ২০০৭ সালে ইংরেজি চলচ্চিত্র লোইন‌স অফ পাঞ্জাব প্রেজেন্টস-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়েছিল। দিল দোস্তি ইটিসি এবং শাহরুখ খানের দুলহা মিল গয়ার মতো ছবিতে কাজ করার পাশাপাশি, তিনি মনোবিজ্ঞান এবং সাহিত্যের অধ্যয়ন করেও তাঁর কত্থক অনুশীলন অব্যাহত রেখেছিলেন এবং মানব বিকাশে (হিউম্যান ডেভেলপমেন্ট) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

পরে তিনি কুছ তো লোগ কহেঙ্গে ধারাবাহিকটিতে অঞ্জি চরিত্রের মাধ্যমে টেলিভিশনে চলে এসেছিলেন এবং জয় ভানুশালীর সাথে ডান্স ইন্ডিয়া ডান্সের ৪র্থ মরশুমে সহ-উপস্থাপক ছিলেন।[৪]

ইশিতা তাঁর সৃজনশীল অভিজ্ঞতা ব্যবহার করে ২০১৪ সালে শিল্পকলা সম্পাদনের জন্য আমাদ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৬ সালে তিনি স্ব-প্রতিরক্ষা সহ স্বল্প-সুবিধাবঞ্চিত মেয়েদের ক্ষমতায়নে মুখ্য প্রতিপাদ্য নিয়ে "ইশিতা শর্মা ফাউন্ডেশন" চালু করেছিলেন।[৫]

চলচ্চিত্রকর্ম[সম্পাদনা]

  • ২০০৭ সালে মনীষ আচার্য প্রযোজিত লোইন‌স অফ পাঞ্জাব প্রেজেন্টসে প্রীতি প্যাটেল চরিত্রে (ইংরেজি) [৬]
  • ২০০৭ সালে প্রকাশ ঝা প্রযোজিত দিল দোস্তি ইটিসিতে কিন্তু চরিত্রে (হিন্দি) [৭]
  • ২০০৮ সালে ভি. ক্রিয়েশনস প্রযোজিত সাকারকট্টিতে দীপালি চরিত্রে (তামিল) [৮]
  • ২০১০ সালে বিবেক ভাসওয়ানি প্রযোজিত দুলহা মিল গয়াতে সমরপ্রীত কাপুর চরিত্রে (হিন্দি) [৯]
  • ২০১০ সালে জ্যোতিন গোয়েল প্রযোজিত বার্ড আইডলে হিন্দি) [১০]
  • ২০১১ সালে সুভাষ ঘাই প্রযোজিত সাইকেল-কিকে সুমন চরিত্রে (হিন্দি) [১১]

টেলিভিশন[সম্পাদনা]

বছর শিরোনাম চ্যানেল ভূমিকা ভাষা উৎস
২০০২ শ্রী ৪২০ জি টিভি বাবলি হিন্দি
২০০২ কেয়া হাদসা কেয়া হকিকত সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন দীপ্তি (ভূত) হিন্দি কেয়া হাদসা কেয়া হকিকত
২০০৪ শাকা লাকা বুম বুম স্টার প্লাস সিম্পল দিদি হিন্দি শাকা লাকা বুম বুম
২০০৫ হ্যালো ডলি স্টার প্লাস গৌরী ধোলাকিয়া হিন্দি
২০০৫ হ্যাপি গো লাকি স্টার ওয়ান (ভারতীয় টিভি চ্যানেল) মনীষা হিন্দি [২]
২০০৬ শ্শ্শ্শ.. ফির কই হ্যায় স্টার প্লাস হিন্দি [৩]
২০১১-২০১৩ কুছ তো লোগ কহেঙ্গে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন অঞ্জলি সোলঙ্কি / অঞ্জি হিন্দি [৪] [৫]
২০১৩ ডান্স ইন্ডিয়া ডান্স (মরশুম ৪) জি টিভি সহ-উপস্থাপক হিন্দি [৬]
২০১৫ ডর সবকো লাগতা হ্যায় অ্যান্ডটিভি পঞ্চম পর্বে সাক্ষী বর্মা, আর্য বাবরের সাথে জুটিবদ্ধ হিন্দি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৩-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৯ 
  2. http://zeenews.india.com/entertainment/sex-and-relationships/has-master-mudassar-found-love-on-did-4_147035.html
  3. [১]
  4. "'Dance India Dance': Behind the lens | TelevisionPost.com"। ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  5. training
  6. https://www.imdb.com/title/tt1012757/?ref_=nv_sr_1
  7. https://www.imdb.com/title/tt1099196/
  8. https://www.imdb.com/title/tt0848638/?ref_=nv_sr_1
  9. https://www.imdb.com/title/tt1182884/?ref_=nv_sr_1
  10. https://www.imdb.com/title/tt1633171/
  11. https://www.imdb.com/title/tt1999857/?ref_=nv_sr_1

বহিসংযোগ[সম্পাদনা]