আলাপ:রেমা–কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম প্রসঙ্গে[সম্পাদনা]

নিবন্ধটির শিরোনাম রেমা–কালেঙ্গা বন্যপ্রাণ অভয়ারণ্য হওয়া উচিত। ইংরেজি Wildlife শব্দটির বাংলা বন্যপ্রাণ হয়।--সাদি (আলাপ) ১৪:৫৪, ২৮ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বন অধিদপ্তরের সাইটে বন্যপ্রাণী নামে লেখা এবং আমার মতে বন অধিদপ্তরের সরকারি বানান অনুসরণ করা উচিত সবগুলোর ক্ষেত্রে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৬, ২৮ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
অতীতে Wildlife বলতে বন্যপ্রাণীকে বোঝানো হতো, এখন প্রাণী ও উদ্ভিদ উভয়টিকেই বোঝানো হয়। সারা পৃথিবীতে প্রাণীর সাথে সাথে বিপন্ন উদ্ভিদ রক্ষা করার জন্য আইন তৈরি হয়েছে। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলো এখন রক্ষিত উদ্ভিদ রক্ষার ক্ষেত্র হিসেবে বিবেচিত। ফলে বাংলাদেশের সরকারি বন অধিদপ্তরের বন্যপ্রাণী কথাটি প্রচলিত ভুল হিসেবে বিবেচ্য বলে মনে করি এবং বাংলা উইকিতে সেটি বর্জন করা উচিত বলেই মনে হয়।--সাদি (আলাপ) ১৯:৫৯, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনি সম্পূর্ণ সঠিক। কিন্তু ব্যক্তিগত মতামত বনাম সরকারি সম্পর্কিত সংস্থার বানান। এক্ষেত্রে সরকারিটাই যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হয় ততক্ষণ রাখার পক্ষে। উইকিপিডিয়ার নিবন্ধ শিরোনামের নির্দেশিকার যে সাধারণ ব্যাপার সেটা হলো যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য মাধ্যমে নাম পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার। যদি না পাওয়া যায় তখন উইকিপিডিয়ানরা মতামত দিয়ে নতুন নিজেদের ইচ্ছেমত করতে পারেন। বন অধিদপ্তরই বাংলাদেশের এ সব সংরক্ষিত স্থানের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং তাদের সরকারিভাবে নাম আছে। সেক্ষেত্রে এখানে আমাদের ঐকমত্যের ভিত্তিতে নতুন নাম দেওয়ার প্রশ্নেই আসে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২০, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সুন্দরবনের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা-কালেঙ্গা নয়[সম্পাদনা]

নিবন্ধে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রকৃতিবিদ ও বন‍্যপ্রাণী বিশেষজ্ঞ খসরু চৌধুরীর বরাত দিয়ে উল্লেখ করা আছে: এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনভূমি ("অভয়ারণ্যটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত। ১৯৯৬ সালে একে সম্প্রসারিত করায় বর্তমান আয়তন এক হাজার ৭৯৫ হেক্টর।") - ১,৭৯৫ হেক্টর। অথচ ২০২৩-এ প্রকাশিত বন‍্যপ্রাণী বিশেষজ্ঞ মনিরুল খান-এর গবেষণালব্ধ তথ‍্য থেকে জানা যায়:

বাংলাদেশে, সুন্দরবনের পরের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনভূমি কাসালং রিযার্ভ। আয়তন ১,৬৪৫ বর্গকিলোমিটার (১৮৮১), ৬৫০ বর্গকিলোমিটার (১৯৮৫), প্রায় ৪০০ বর্গকিলোমিটার (বর্তমানে (২০২৩))। ৪০০ বর্গকিলোমিটার = ৪০,০০০ হেক্টর। ("পার্বত‍্য চট্টগ্রামে প্রাণবৈচিত্র‍্যের সন্ধানে" - জুন ২০২৩)

আমার পরামর্শ হচ্ছে তথ‍্যটি সংশোধন করা উচিত।  —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ১৪:৫২, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

৩১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে জনাব খসরু চৌধুরীর সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে যে, এই বনকে দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য বলাটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিলো। এছাড়া দুটো বনের আয়তন তুলনা করেও এর সত্যতা সহজেই যাচাই করা সম্ভব বলে নিবন্ধ থেকে এই দাবি সরিয়ে নেয়া হয়েছে।  —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ০৮:৩৮, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
তথ্য পরিবর্তন করার জন্য আমাদের তথ্যসূত্র প্রয়োজন। গবেষণার তথ্যসূত্র পাওয়া গেলে নিবন্ধ সংশোধন করা যেতে পারে। Yahya (আলাপ) ১০:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন