আলাপ:মহাভারত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Good article মহাভারত নিবন্ধটি দর্শন এবং ধর্ম ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন।
মে ১৪, ২০২০ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত নয়
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:মহাভারত/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Foysalur Rahman Shuvo (আলাপ · অবদান) ১৬:১৮, ১৩ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু পরামর্শ[সম্পাদনা]

সুপ্রিয় অভিজিৎ পাল আমি সাধারণত দুইটি বিষয়ের উপর ভিত্তি করে ভালো নিবন্ধ এর পর্যালোচনা করে থাকি। নিচের সমস্যাগুলো সমাধান করতে পারলে আমি আপনার উক্ত নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসেবে ঘোষণা করবো।

  • রচনাশৈলী:
    • আপনার রচনাশৈলী একদমি ভালো নয়, পুরো নিবন্ধেই আপনি মাজে মাজে ভারতীয় বাংলার প্রকাশ ঘটিয়েছেন, যা উইকিনীতি অনুসারে কোনোভাবেই কাম্য নয়।
    • আপনার নিবন্ধটির ভূমিকাংশ পুনঃলিখন প্রয়োজন, এছাড়াও আপনি একটি তথ্যছক যোগ করতে পারেন, (ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদকল্পে আপনি উক্ত নিবন্ধটি বাংলা উইকিতে যোগ করেছেন সেঅনুযায়ী) এতে আপনার নিবন্ধটির মান বাড়বে।
    • উক্ত নিবন্ধটির বিশালতা অনুচ্ছেদে আপনি আপনার ব্যক্তিগত অভিমত তুলে ধরেছেন এবং এখানে কোনো তথ্যসূত্রও যোগ করেননি।
    • মনে রাখবেন উক্ত নিবন্ধটি শুধু সাহিত্য নয় ধর্মকে বাংলা উইকিতে তুলে ধরেছে, তাই আপনার ব্যক্তিগত দ্রুত মুছে ফেলবেন।
    • নিবন্ধের ঐতিহাসিক প্রমাণ অনুচ্ছেদ এ সাললিখন সঠিক হয়নি এবং এর পুনঃলিখন প্রয়োজন।
    • নিবন্ধের ঐতিহাসিক প্রমাণ মূল অনুচ্ছেদটি পুনঃলিখন করতে হবে।
    • আপনি আপনার নিবন্ধে নিরপেক্ষতা বজায় রাখার তোয়াক্কা না করে পুরো নিবন্ধে অতিরঞ্জন এবং ধর্মের জয়গানের প্রকাশ ঘটিয়েছেন, যা উইকিনীতি অনুসারে ট্যাগযোগ্য।
  • সম্প্রসারণ:
    • আপনার অনুবাদকৃত নিবন্ধটিতে আপনার কিছু ব্যক্তিগত অভিমত রয়েছে বলে আমার মনে হয় যা বিয়োজন করতে হবে।
    • সবসময় মনে রাখবেন যদি আপনার উক্ত নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে নির্বাচিত হয়, তবে তা বাংলা উইকির ভাব মূর্তিকে প্রকাশ করবে, তাই ট্যাগযুক্ত নিবন্ধ কখনোই ভালো নিবন্ধ হিসেবে জায়গা পাবে না।এফ আর শুভ (আলাপ) ১৭:১২, ১৩ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Foysalur Rahman Shuvo: আমি তো যথাসম্ভব মান্য বাংলায় লেখার চেষ্টা করেছি। ঠিক কোন যায়গায় 'ভারতীয়' বাংলা লেখা হয়েছে, অনুগ্রহ করে বলে দিন। আর ধর্মের জয়গান করাটা কোনভাবেই কাম্য নয়, আমি যদি লিখতে গিয়ে ভুলবশত করে থাকি, তাহলে ক্ষমাপ্রার্থী। আপনি আমার ভুলগুলো আমার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে যোগাযোগ করে জানান প্লিজ। আমি সংশোধনের চেষ্টা করব। - দেবজিৎ পাল (আলাপ) ০৮:১১, ১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে ভুল তথ্য[সম্পাদনা]

যেসব উইকিপিডিয়া: নির্ভরযোগ্য উৎস আমি বাদ দিয়েছি সেগুলোতে অশ্বমেধ যজ্ঞে ঘোড়া বলিদান ও মৃত ঘোড়ার সাথে রানীর রাত কাটানোর মত ভুল তথ্য দেওয়া। এই অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে দয়ানন্দ সরস্বতীও ব্যাখ্যা করেছেন। তার বই "Satyarth Prakash" এ বিস্তারিত আছে। একইভাবে মেনকা গান্ধীও এর ব্যাখ্যা দিয়েছেন। দয়ানন্দ সরস্বতীর ব্যাখ্যা: https://archive.org/details/LightOfTruthORSatyarthaPrakashMaharshiDayanandSaraswati/page/n91/mode/2up?id=erdpEAAAQBAJ&q=Sacrifice

মেনকা গান্ধীর ব্যাখ্যা: https://www-thestatesman-com.cdn.ampproject.org/v/s/www.thestatesman.com/world/misleading-analysis-of-ancient-scriptures-75157.html/amp?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQKKAFQArABIIACAw%3D%3D#amp_tf=From%20%251%24s&aoh=16513805829980&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fwww.thestatesman.com%2Fworld%2Fmisleading-analysis-of-ancient-scriptures-75157.html Usoejw9 (আলাপ) ১৪:০৭, ৩ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মহাভারতের "রচনাকাল" অনুচ্ছেদ বাদ দেওয়ার অনুরোধ[সম্পাদনা]

উক্ত অনুচ্ছেদে কোনো উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস নেই আর যেসব উৎস দেওয়া সেগুলোর বই ইংরেজি বা বাংলা ভাষায় নেই যেটা পাঠকের কাছে বোধগম্য। তাই, অনুচ্ছেদটি বাতিল করতে অনুরোধ করছি নাহলে উৎসগুলো পুনরায় সংযোজন করতে অনুরোধ করছি। Usoejw9 (আলাপ) ০৭:২৯, ৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]