আলাপ:বারমুডা জাতীয় ক্রিকেট দল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aftab1995 কর্তৃক ৯ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম[সম্পাদনা]

বারমুদা না দিয়ে বারমুডা দিলে মনে হয় ভালো হবে। আমি যতটুকু জানি বাংলাতে এটিকে বারমুডা লিখা হয়, আমি অনেক ওয়েবসাইট ও সফটওয়্যারের অনুবাদে বারমুডা লিখতে দেখেছি। বাংলা উইকিতেও একটি নিবন্ধ দেখলাম বানানে -এর বদলে দেয়া আছে। তাই বানানে ড দেয়ার জন্য প্রস্তাব করছি। --আফতাব (আলাপ) ১৫:৫০, ২৪ নভেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আফতাব, নিবন্ধের নামকরণ বিষয়ে আপনার আগ্রহের জন্যে। ওয়েব সাইটে কিন্তু বারমুডা’র প্রাধান্য বেশী ও মেনে নিচ্ছি অকপটচিত্তে (!) কিন্তু ভুল-শুদ্ধ মিলিয়েই ওয়েব সাইটগুলো পরিচালিত হচ্ছে, তাই না! বারমুদা শব্দও কিন্তু ওয়েবে রয়েছে যদিও স্বল্পসংখ্যায়। ওয়েবে বারমুডা’র জয়-জয়কার(!) তার মানে কি এই যে, আমরা সর্বদাই ভুলের রাজ্যে বসবাস করবো কিংবা ভুলকেই মেনে নিব? স্পষ্টভাবে উচ্চারণ শুনেছি বারমুদা যা এনকার্টা ডিকশনারিজে - Ber·mu·da [bər myoodə] রয়েছে। উদাহরণস্বরূপ: লুক রঙ্কি নিবন্ধটি কিন্তু ওয়েবে লুক রঞ্চি নামেই সর্বাধিক পরিচিত। হ্যাঁ, এ সমস্যার সমাধান রয়েছে পুণঃনির্দেশনার মাধ্যমে। যেমন: সৌরভ গঙ্গোপাধ্যায় যা পুণঃনির্দেশনায় সৌরভ গাঙ্গুলী। উইকি চলবে তার নিজস্ব গতিতে। (স্বীয় দৃষ্টিকোণে) উইকিকে গ্রহণযোগ্যতার স্বার্থেই বারমুদা জাতীয় ক্রিকেট দল, বারমুদা ট্রায়াঙ্গেল, বারমুদা ইত্যাদি রাখা বাঞ্চনীয় বলে মনে করছি (যেমন: গ্রেনাডা)। তারপরও সম্প্রদায়ের অভিজ্ঞজনদের মতামতের উপর শ্রদ্ধাশীল। - Suvray ১৭:০৫, ২৪ নভেম্বর ২০১৪ (ইউটিসি)