আলাপ:প্রাক-ইসলামি আরবে ধর্মবিশ্বাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wakim32 কর্তৃক ৫ বছর পূর্বে "নিবন্ধের নাম পরিবর্তনের জন্য মতামত আহ্বান" অনুচ্ছেদে

নিবন্ধের নাম পরিবর্তনের জন্য মতামত আহ্বান[সম্পাদনা]

নিবন্ধটি যোগ করার সময় "আরব্য পুরাণ" নামটি আমিই বেছে নিয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটি পড়ে এখন মনে হচ্ছে, নামটি যথাযথ হয়নি। এই নিবন্ধের নাম "প্রাক-ইসলামি আরব ধর্ম" নামে পরিবর্তনে প্রস্তাব রাখছি। নাম পরিবর্তনের বিষয়ে অন্যান্য অবদানকারীদের মতামত ও প্রস্তাবও আহ্বান করছি। --Jonoikobangali (আলাপ) ১৮:০৪, ৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"প্রাক-ইসলামি আরবে ধর্ম" হলে আরও সঙ্গতিপূর্ণ হয়। ইংরেজি উইকিতেও দেখলাম "Religion in pre-Islamic Arabia" এমন দেওয়া আছে। প্রাক-ইসলামি আরব ধর্ম বলতে বিষয়টি এমন হয়ে যাচ্ছে যে, ধর্মটির নাম প্রাক-ইসলামি আরব। যেমন - খ্রিস্ট ধর্ম, এখানে "খ্রিস্ট" ধর্মের নাম।--ওয়াকিম (আলাপ) ১৮:১৪, ৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন