আলাপ:জ্বীন (চলচ্চিত্র)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: নবাব কর্তৃক ৪ বছর পূর্বে "বিজ্ঞাপন" অনুচ্ছেদে


উইকিপ্রকল্প চলচ্চিত্র
এই নিবন্ধটি উইকিপ্রকল্প চলচ্চিত্রের অংশ, যা উইকিপিডিয়ায় চলচ্চিত্র সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 


বিজ্ঞাপন[সম্পাদনা]

শাকিব ভাই, এখানে দেখুন.... নিবন্ধটি আমার কাছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন লাগছে। আমি ট্যাগ লাগিয়েছিলাম, কিন্তু এর প্রণেতা "বেহুদা ট্যাগ" উল্লেখ করে আমার ট্যাগ মুছে ফেলে। এখন আপনার মতামত কি? নবাব (আলাপ) ১০:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@নবাব: আরো তথ্য যোগ করা, বাক্যশৈলী, বানান, বাংলা ভাষার যথাযথ ব্যবহার, কোন বাক্যের বিকল্প বাক্য থাকলে তা নিয়ে গঠনমূলক আলাপ করুন। অকারণ বা অযৌক্তিক ট্যাগিং করা বা তথ্য বিয়োগ করা হতে বিরত থাকুন। শুভ কামনা City of Zion (আলাপ) ১১:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@নবাব এবং FaysaLBinDaruL: সুধীবৃন্দ, আন্তরিকভাবে দুঃখিত দেরিতে উত্তর দেওয়ার জন্য। আমার মনে হয় না নিবন্ধটি স্বার্থের সংঘাত। তবে হ্যাঁ, অমুক প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার শব্দটি অপসারণ করা যায়। আর অল্প কিছু বানান ও বাক্যশৈলী সংশোধন করলে নিবন্ধটির কোনো ত্রুটি থাকে। আর, আজকের পত্রিকা, আইনিউজ এসবের বদলে টিভি চ্যানেল, প্রথম সারির পত্রিকা ও ওয়েব পোর্টাল থেকে তথ্যসূত্র দেওয়া যেতে পারত।
যদিও এখানে বিষয়টা বলা কিছুটা অফটপিকের মাঝে পড়ে তবু বলছি, আপনারা দুজনই খুব ভালো কাজ করেন। কিন্তু, মাঝে মাঝে আপনারা একে অন্যের সম্পাদনা অপসারণ, রোলব্যাক ইত্যাদিতে লিপ্ত হন, বিষয়টা কখনো কখনো সম্পাদনা যুদ্ধের মাঝে পড়ে। অনুগ্রহপূর্বক, মতদ্বৈততার সৃষ্টি হলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৪:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@S. M. Nazmus Shakib: আমার মনে হয়না, চলচ্চিত্র মুক্তির আগে কাহিনী দেয়া ঠিক হবে। এবং "অমুক গল্প এখান থেকে নিয়েছেন" এ লাইনটি কাহিনী ও চিত্রনাট্য অনুচ্ছেদে দিলে ভাল হয়। প্রচারণা অনুচ্ছেদে কুইজ কুইজের লাইটিও আমার কাছে বিজ্ঞাপন লাগছে।

নবাব (আলাপ) ০৭:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@নবাব:

1. মুক্তির আগেই এই চলচ্চিত্রের অনেক কাহিনী প্রকাশিত, তাই দিতে বাঁধা নেই। উইকিতে না দিলেও পত্রিকা মারফত দর্শকরা তা আগেই জেনে যাচ্ছে। তারপরও দর্শকদের সতর্ক করার জন্য স্পয়লার এলার্ট ব্যবহার করা হয়েছে।
2. কাহিনী ও চিত্রনাট্য অনুচ্ছেদে দেয়ার পরামর্শ ভাল লাগলো। এটা পটভূমি হতে সেখানে স্থানান্তর করা হবে।
3. প্রচারণা অনুচ্ছেদে কুইজের কথা চলচ্চিত্রটির প্রচারণা কৌশল হিসেবে উল্লিখিত, এটা চলচ্চিত্রের বিজ্ঞাপন নয়।'
4. আপনি চলচ্চিত্র প্রযোজক ও সঙ্গীত প্রযোজককে একই ব্যক্তি মনে করছেন। সঙ্গীত প্রযোজনার ক্ষেত্রে সঙ্গীত পরিচালক বা সঙ্গীতায়োজক-কে যিনি arrange করেন তাঁকে বোঝায়। অনুগ্রহ করে en:Record producer এবং টেমপ্লেট:তথ্যছক অ্যালবাম-এর তথ্যছকে প্রযোজক অংশ দেখুন। বিষয়টি স্পষ্ট করার জন্য একটি জনপ্রিয় ছবির উদাহরণ দিলাম, উদাহরণ দেখুন এখানে- https://en.wikipedia.org/wiki/Dil_Se..#Soundtrack
City of Zion (আলাপ) ০৮:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL: সুধী, ধন্যবাদ ৪ নম্বরে সুন্দর একটি পরামর্শের জন্য। 👍

নবাব (আলাপ) ০৮:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@নবাব এবং FaysaLBinDaruL: সুধীবৃন্দ, ইংরেজি উইকিপিডিয়ায় আসন্ন কয়েকটি চলচ্চিত্র র‍্যান্ডমলি দেখলাম। অধিকাংশেই গল্প/কাহিনি বলতে যা বোঝায় তা না থাকলেও যে একেবারে নেই তা নয়। কিছু নিবন্ধে "premise" শিরোনামে (কেননা তা মুক্তিই পায় নি) ওগুলো আছে তা দেখলাম (বাংলা অনুবাদ হিসেবে সূচনা/ভূমিকা/প্রারম্ভিকা ব্যবহার করা যেতে পারে।) তবে হ্যাঁ, গল্প, প্লট ইত্যাদি ব্যবহার করা আমার মতে উচিত নয় কেননা, চলচ্চিত্র মুক্তি পায় নি।
আর স্পয়লার এর ট্যাগটা দেওয়া উচিত নয় মনে করছি। কেননা, আমরা স্পয়লার বলতে যা বুঝি তা সাধারণত মানুষ কোনো ফিল্ম/টিভি সিরিজ দেখে বলে যা শোনার পর মানুষ পুরো কাহিনি জেনে ফেলে (আর এখানে তো সিনেমা মুক্তিই পায় নি)।
আর, প্রচারণায় কুইজ খেলার বিষয়টা জাজ যদিও তাদের বিজ্ঞাপনের অংশ হিসেবে চালিয়েছে, তবে তা দেওয়া অনুচিত নয়। কেননা, এরকম বিষয় নিবন্ধে দেওয়া হয়ে থাকে। ইংরেজি, হিন্দি চলচ্চিত্র সম্পর্কিত নিবন্ধ ছাড়াও আমাদের দেশের আয়নাবাজি চলচ্চিত্রের নিবন্ধেও এমন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৮:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
গল্পসূত্র অনুচ্ছেদকে ভূমিকায় পরিবর্তন করা হল এবং স্পয়লার মুছা হল।নবাব (আলাপ) ১১:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন