আলাপ:চকবাজার শাহী মসজিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণের আপত্তি প্রেক্ষিতে[সম্পাদনা]

নিবন্ধটির দ্রুত অপসারণের কারণ উল্লেখযোগ্যতা নয়, বরং খালি। উল্লেখযোগ্যতা যে আছে, সে বিষয়ে আমার দ্বিমত নেই। স্থানীয় বিষয় হওয়ার কারণে পর্যাপ্ত তথ্য থাকবে না−এই যুক্তিতে কোনো নিবন্ধ রাখা চলে না, কারণ এরকম হলে আরও অনেক স্থানীয় বিষয়ে আমরা এরকম কয়েক লাইনের কয়েক হাজার নিবন্ধ তৈরি করতে পারি, এবং সেগুলো চার বছর ধরে খালিও থাকতে পারে। তাই ব্যাপারটি আমার কাছে নিবন্ধটি বাঁচিয়ে রাখার পক্ষে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। ছবি দুটো কমন্সে থাকবে, তাই হারিয়ে যাবে না। পরে কেউ নিবন্ধটি তৈরি করলে ছবি দুটোও যোগ করা যাবে। — তানভিরআলাপ০৩:০১, ১৩ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]


এই নিবন্ধটাকে ঠিক খালি বলা চলে না। বরং এখানে ছবি সহ কিছু তথ্য রয়েছে, আর বাকি তথ্য যোগ করে এটাকে আরো বড় করা খুব সহজেই সম্ভব। --রাগিব (আলাপ | অবদান) ০৩:২১, ১৩ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আমি মুনতাসির মামুনের ঢাকা - স্মৃতি বিস্মৃতির নগরী বই থেকে কিছু তথ্য যোগ করে দিলাম। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২২, ১৩ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
অপসারণের আপত্তির যুক্তি দুর্বল ছিল। তবে রাগিব ভাইয়ের যোগ করা তথ্যের পরেও নিবন্ধটি ১৫০ শব্দের সীমারেখা পার করেনি, সুতরাং আরো তথ্য যোগ না হলে রাখা যেত না নিবন্ধটা। ছবিগুলোর জন্য মায়াই হচ্ছিল। তাই এখানে কথা না বাড়িয়ে বাংলাপিডিয়ার দ্বারস্ত হলাম। এখন নিবন্ধটিতে ১৯৩টি শব্দ আছে। আমার মনে হয় এবার খালি ট্যাগ অপসারণ করতেই পারি আমরা। ...রাগিব ভাই, আপনার ছবিগুলো সুন্দর হয়েছে। ছবিগুলো রয়ে গেল। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৭, ১৩ জুলাই ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]