আলাপ:কুতুবুদ্দিন আইবেক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৪ বছর পূর্বে

আইবেক না আইবক? ইতিহাস বইগুলিতে আইবক লেখা। হিন্দিতে कुतुब-उद-दीन ऐबक ও ইংরেজিতে Qutb-ud-din Aybak। তবে বাংলায় কেন আইবেক হচ্ছে? এটি ফারসি/উর্দু প্রতিবর্ণীকরণের কারণে। আলোকপাত করলে সুবিধা হয়। সেই মতো পরবর্তী লেখাগুলিতে বানান পরিবর্তন করে লিখব। অর্ণব দত্ত ১২:৪১, ৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা ইতিহাস বইতে আইবেক পড়েছিলাম, যতদূর মনে পড়ে। আইবক সম্ভবত দেখিনি কোথাও। ফারসি বা উর্দুতে "অ" ধ্বনি আছে কি না সেটাই প্রশ্ন। কারণ আরবি থেকে আসা শব্দে "অ" ধ্বনি থাকে না। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৪৫, ৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
সর্বত্র আইবেক দেখিনি বটে, তবে একটি নির্ভরযোগ্য বাংলা পাঠ্যপুস্তকে আইবেক দেখলাম। অর্থাৎ, কথাটি ভুল নয়। ধন্যবাদ। --অর্ণব দত্ত ১৬:৫২, ৩ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন