আলাপ:উর্বর চন্দ্রকলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এর বাংলা আরেকটু সহজ কিছু কি আছে? কারণ এখানে শুধু না, আরো অনেক নিবন্ধে (বিশেষত পতাকা সিরিজে) এই শব্দের বাংলা করতে হয়েছে, আমি সর্বত্র "নতুন চাঁদ" ব্যবহার করেছি। "চন্দ্রকলা" একটু অপ্রচলিত শব্দ, আর crescent যেহেতু নিত্যব্যবহৃত একটা term, এর আরো প্রচলিত বাংলা প্রতিশব্দ আছে বলে আশা করছি। --রাগিব (আলাপ | অবদান) ০২:২৩, ২ জুন ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

"চন্দ্রকলা" ভাল বাংলা। এর কথ্য বাংলা "এক ফালি চাঁদ" বা চাঁদের ফালি। সুমনের গানে "চাঁদের কাস্তে" আছে।। "মাঝ রাত্তিরে চাদের কাস্তে ধারালো হচ্ছে আস্তে আস্তে।" কিন্তু সেটা কমিউনিস্মের কাস্তে না চাঁদের ফলা তা নিয়ে নিসচিত নই। কিন্তু ক্রিসেন্টকে কাস্তের মত বলে সহজেই বোঝানো যায়। "নতুন চাঁদ" পশ্চিম বঙ্গে অতটা ব্যবহার হয় না। তাই চন্দ্রকলা বুঝতে আমার যতটা সময় লেগেছিল, নতুন চাঁদ বুঝতে আমার সময় লাগ্লো তার থেকে এক্টু বেশীই!-- user:Dr.saptarshi152.131.10.133 ০৩:৪১, ২ জুন ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা, তা একটা ব্যাপার বটে। কাস্তেটা খুবই অপ্রমিত শব্দ। যাহোক, crescent এর বাংলা জানাটা আমার দরকার ছিলো, কারণ অনেক গুলো দেশের পতাকাতেই এটার ব্যবহার রয়েছে। অন্য আরো কোনো প্রতিশব্দ থাকলে অবশ্যই জানাবেন। উর্দুতে এটাকে "হিলাল" বলে বলে মনে হয়, আরবিতেও তাই en:Hilal। বাংলাতে এর প্রতিশব্দ কেনো কম, সেটার ব্যাপারে কৌতুহল লাগছে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৫, ২ জুন ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
নতুন চাঁদ মানে নিশ্চই অমাবস্যার পরের প্রথমার চাঁদ। কৃষ্ণ পক্ষ আর শুক্লপক্ষ কোনটায় চাঁদ বাড়ে আর কোনটায় কমে ভুলে গেছি। যে পক্ষে চাঁদের কলা বৃদ্ধি পায় সেই পক্ষের প্রথমার চাঁদ। হিন্দু প্রতিশব্দে একে প্রতিপদের চাঁদ বলা হয়। --user:Dr.saptarshi152.131.10.133 ১০:০৫, ২ জুন ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]