আলাপ:আলবার্ট আব্রাহাম মাইকেলসন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইকেলসন উচ্চারণ-ই বেশী শুনেছি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৩৯, ২০ মে ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা একাডেমির কিছু বইতে মাইকেলসন ব্যবহার করতে দেখেছি।--দায়ীন(আলাপ)/(অবদান) ০৫:৩৯, ২২ নভেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজি উইকিপিডিয়ায় লেখা নিবন্ধ অনুসারে জার্মান ভদ্রলোক মার্কিন নাগরিক হবার পর ওনার শেষ নামের বানান একই থাকলেও উচ্চারণ ইংরেজিকৃত হয়ে যায়। অর্থাৎ যুক্তরাষ্ট্রে সবাই তাঁকে মাইকেলসন বলে ডাকে। মেরিয়াম-ওয়েবস্টার অভিধানেও মাইকেলসন বলছে - http://www.m-w.com/dictionary/michelson। কলাম্বিয়া বিশ্বকোষেও মাইকেলসন উচ্চারণ লিখেছে - http://www.bartleby.com/65/mi/Michelso.html। যেহেতু উনি শেষ পর্যন্ত মার্কিন নাগরিক হয়েছিলেন, সেহেতু মার্কিন উচ্চারণই মনে হয় গ্রহণীয়। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৩, ২২ নভেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমিও আসলে মাইকেলসন নামটিই বেশি শুনেছি। তবে উইকিতে আগেই মাইকেলসন নামে নিবন্ধ তৈরী করা ছিল। তাই এমনটি করেছি। দায়ীন, সপ্তর্ষি, অর্ণব সবাই যেহেতু একমত তাই মাইকেলসন-এ সরিয়ে নিচ্ছি। -- মুহাম্মদ ০৮:১০, ২২ নভেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]