আন্তোনিও দিয়াস দে পাইভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তোনিও দিয়াস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্তোনিও দিয়াস দে পাইভা
জন্ম (1893-08-20) ২০ আগস্ট ১৮৯৩ (বয়স ১৩০)
জন্ম স্থান সাও পাওলো, ব্রাজিল
মৃত্যুর স্থান সাও পাওলো, ব্রাজিল
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

আন্তোনিও দিয়াস দে পাইভা (পর্তুগিজ: Antônio Dias, পর্তুগিজ উচ্চারণ: [ˌɐ̃ŋtˈonjʊ d͡ʒˈiæs]; জন্ম: ২০ আগস্ট ১৮৯৩ – অজানা; আন্তোনিও দিয়াস নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আমেরিকা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

দিয়াস ১৯১৭ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট একটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৭) অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

দিয়াস কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) দ্বিতীয় আসর ১৯১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।[১][২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আন্তোনিও দিয়াস দে পাইভা ১৮৯৩ সালের ২০শে আগস্ট তারিখে ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ১৯১৭
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South American Championship 1917" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৭]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২২ 
  2. "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০২৩। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]