আঠারবাড়ী এম. সি. উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঠারবাড়ী এম. সি. উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯১০ (1910)
প্রতিষ্ঠাতামহিম চন্দ্র রায়
অধ্যক্ষআব্দুল মতিন ভূঁইয়া (ভারপ্রাপ্ত)
ভর্তি১৫০০
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
রংসাদা      সবুজ     

আঠারবাড়ী এম. সি. উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়। জমিদার মহিম চন্দ্র রায় ১৯১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।[১] এতে আনুমানিক ১৫০০ জন শিক্ষার্থী রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

আঠারবাড়ী মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অর্ধ-সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পাশে একটি ডিগ্রি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাসপাতাল এবং একটি ডাকঘর রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

ভর্তি প্রক্রিয়া[সম্পাদনা]

ভর্তি পরীক্ষার মাধ্যমে বছরে একবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেয়া হয়।

সুযোগ-সুবিধা[সম্পাদনা]

বিদ্যালয়টিতে একটি বিজ্ঞান পরীক্ষাগার, একটি কর্মশালা, একটি কম্পিউটার ল্যাব এবং একটি গ্রন্থাগার রয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান পাঠ সাধারণত বিজ্ঞান পরীক্ষাগারে পরিচালিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মো. আজিজুর রহমান ভূঁইয়া (২০১২)। "ঈশ্বরগঞ্জ উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743