আটিয়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°১১′৭″ উত্তর ৮৯°৫৪′২৫″ পূর্ব / ২৪.১৮৫২৮° উত্তর ৮৯.৯০৬৯৪° পূর্ব / 24.18528; 89.90694
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আটিয়া
ইউনিয়ন
০৯নং আটিয়া ইউনিয়ন পরিষদ
আটিয়া ঢাকা বিভাগ-এ অবস্থিত
আটিয়া
আটিয়া
আটিয়া বাংলাদেশ-এ অবস্থিত
আটিয়া
আটিয়া
বাংলাদেশে আটিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১১′৭″ উত্তর ৮৯°৫৪′২৫″ পূর্ব / ২৪.১৮৫২৮° উত্তর ৮৯.৯০৬৯৪° পূর্ব / 24.18528; 89.90694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাদেলদুয়ার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠিত১৯৮৪
আয়তন
 • মোট২৩.০৮ বর্গকিমি (৮.৯১ বর্গমাইল)
উচ্চতা১৫ মিটার (৪৯ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,৪২৮
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৯১৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আটিয়া ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]

আটিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং ইউনিয়ন। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে টাঙ্গাইল সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। এর পর থেকেই আটিয়া ডাক নাম কমতে থাকে। ১৯৮৪ সালে আটিয়া থানা ও উপজেলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নতুন থানা ও উপজেলা হয় দেলদুয়ার। বর্তমানে আটিয়া একটি ইউনিয়ন। আয়তন- ২৩ বর্গ কিলোমিটার। আটিয়া ইউনিয়নে গ্রাম ২৭ টি। নাল্লাপারা, গোয়ারিয়া, কাঠালিয়া, শাইলখাই, নান্দুরিয়া, বিন্যাউরি, হিংগানগর (কামান্নাপাড়া, গোস্বামীপাড়া, বেপারীপাড়া, বড়বাড়ী, কৈবর্তপাড়া, সাহাপাড়া), গড়াসিন, গাজিয়াবাড়ী, বিন্দুরিয়া, গোমজানী, ভুরভুরিয়া, পিরোজপুর, ঘুনিকিশোর, মামুদপুর, বারই আটিয়া, চালা আটিয়া (উ. ও দ.), কসবা আটিয়া, মালতপাড়া, কান্দাপাড়া, মৌশা।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী আটিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১৬১৬ জন (পুরুষ-১৭০১৮ জন, মহিলা-১৪৫৯৮জন)।মোট ভোটার- ২৪৩২২ জন।[১]

শিক্ষা[সম্পাদনা]

১।আটিয়া মহিলা মহাবিদ্যালয়,আটিয়া ২।বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়,নাল্লাপাড়া ৩।এম এ করিম বহুমূখী উচ্চ বিদ্যালয়,ছিলিমপুর ৪।শাহানশাহী উচ্চ বিদ্যালয়,আটিয়া ৫।আটিয়া ইউনিয়ন আদর্শ বিদ্যালয়,আটিয়া ৬।হযরত আদম কাশ্মীর (রঃ) দাখিল মাদ্রাসা,আটিয়া

দর্শনীয় স্থান[সম্পাদনা]

আতিয়া মসজিদ, আদম কাশ্মিরী মাজার

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

আদম কাশ্মিরী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এক নজরে আটিয়া[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ইউনিয়ন তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]